img

Follow us on

Tuesday, Apr 16, 2024

SSC Scam: বৃহস্পতিবার বিয়ে, শনিবারে ছিল বৌভাত! কোর্টের নির্দেশে শুক্রবারই চাকরি গেল যুবকের 

অবশ্য এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি বর বা কনে পক্ষের কেউই

img

প্রতীকী ছবি

  2023-03-14 13:33:30

মাধ্যম নিউজ ডেস্ক: পাত্র সরকারি চাকুরে বলে কথা! আজকের দিনে এমন সুযোগ কেউ হাতছাড়া করে নাকি! ধুমধাম করে মেয়ের বিয়ে দিয়েছিলেন জলপাইগুড়ির জনৈক বাসিন্দা। পাত্র ওই জেলারই রাজডাঙ্গা কেন্দা মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলেন। নাম প্রণব রায়। সূত্রের খবর ২০১৭ সাল থেকেই ওই স্কুলে গ্রুপ সি পোস্টে চাকরি করতেন প্রণব বাবু। বৃহস্পতিবার তাঁর বিয়ে হয় ধুমধাম করে। শুক্রবারে বউ নিয়ে বাড়ি ফেরার পরেই ঘটল বিপত্তি। নিয়োগ দুর্নীতির (SSC Scam) অভিযোগে সেদিন ৮০০ এর বেশি প্রার্থীর চাকরি বাতিল বলে ঘোষণা করে কলকাতা হাইকোর্ট। এবং ওই লিস্টে নাম ছিল জলপাইগুড়ির প্রণব বাবুরও। বিষয়টি জানাজানি হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয় প্রণবের বিবাহ বাসরের ছবি। নেটপাড়ায় হৈচৈ পড়ে যায় ওই ছবি নিয়ে। অবশ্য এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি বর বা কনে পক্ষের কেউই। প্রতিক্রিয়া মেলেনি যাঁকে ঘিরে এত কাণ্ড সেই প্রণব রায়ের কাছ থেকেও।

আরও পড়ুন: ভারতের উত্থান অনেকের কাছে বিপদ! মোদি সরকারের দিশাকে সিলমোহর সঙ্ঘের

শনিবারে ছিল বৌভাত, শুক্রবার গেল চাকরি

বৃহস্পতিবারে বিয়ে হয়, সেইমতো বৌভাত হওয়ার কথা ছিল শনিবারে কিন্তু তার আগেই ছন্দপতন ঘটল। কালরাত্রির দিনেই চাকরি গেল নববিবাহিত বরের। কিন্তু এখন উপায়ও কিছু নেই। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে ব্যাপক ভাইরাল হয়ে গেছে নবদম্পতির ছবি। নেটিজেনরা ওই ছবি নিয়ে নানারকম মন্তব্য করছেন। কেউ কেউ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছবি পোস্ট করে লিখছেন যে পৃথিবীর একমাত্র বিচারপতি যার সৌজন্যে বিয়ে তো হল কিন্তু বৌভাত হবে না।

আরও পড়ুন: ‘‘প্রধানমন্ত্রী সঠিক মানুষ চেনেন, আরআরআর-এর অস্কার জয়ই প্রমাণ’’, কেন এ কথা বললেন পীযুষ?

কী বললেন স্কুলের প্রধান শিক্ষক

স্কুলের প্রধান শিক্ষক সুদীপ রায় বলেন, আইন অনুযায়ী সব কিছু হবে। ওই যুবক আমাদের স্কুলে জয়েন করেছিলেন ২০১৭ সালে।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

 

Tags:

ssc scam


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর