img

Follow us on

Saturday, Dec 09, 2023

Asian Games 2023: ঘরে ফিরলেন রিচা, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে হবে সোনার মেয়ের জন্মদিন পালন

পুজোর আগে সোনার মেয়ে রিচাকে নিয়ে মেতে উঠলেন শিলিগুড়িবাসী

img

পরিবারের সঙ্গে রিচা ঘোষ (নিজস্ব চিত্র)

  2023-09-27 19:47:26

মাধ্যম নিউজ ডেস্ক: ঘরে ফিরলেন সোনার মেয়ে রিচা। এশিয়ান গেমসে (Asian Games 2023) সোনাজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম সদস্য রিচা ঘোষ। বুধবার শিলিগুড়িতে বাড়িতে ফিরে সংবর্ধনায় ভাসলেন তিনি। বাড়িতে ঢুকতেই মায়ের চুম্বনে আনন্দাশ্রু গড়িয়ে পড়ল রিচার গাল বেয়ে। এদিন বাগডোগরা বিমানবন্দর থেকে তাঁর বাড়ি পর্যন্ত মানুষের ঢল নামে। কারও হাতে ফুল, কারও হাতে মিষ্টি। কেউ বা হাত নেড়ে শুভেচ্ছা জানান রিচাকে। আর গর্বিত গর্ভধারিণী স্বপ্নাদেবী মেয়েকে প্রদীপ ও ফুল দিয়ে বরণ করে, মিষ্টি খাইয়ে ঘরে তুললেন। পুজোর আগে শিলিগুড়ি মেতে উঠেছে রিচাকে নিয়ে।

বাড়ি ফিরে কী বললেন রিচা? (Asian Games 2023)

রিচার বাবাও ভালো ক্রিকেটার ছিলেন। ছোট থেকে বাবার হাত ধরে তিনি মাঠে যেতেন। বাবার ব্যাটবল নিয়ে তাঁর খেলার হাতেখড়়ি। বাবার স্বপ্নপূরণ করছেন মেয়ে। বাড়িতে ঢুকেই রিচা এদিন বলেন, অনেকদিন পর বাড়িতে বাবা-মা'র সঙ্গে কাটাবো, ভাবতে ভালো লাগছে। এশিয়ান গেমসে (Asian Games 2023) সোনা জয় একটা বিশেষ স্মরণীয় মুহূর্ত। শেষ পর্যন্ত আমরা পরিকল্পনা মতো খেলে দেশকে সোনা এনে দিতে পেরেছি। ভালো লাগছে। এর আগে মহিলাদের অনূর্ধ্ব ১৯-র বিশ্বকাপ ক্রিকেটে দেশকে চ্যাম্পিয়ন করেছি। তবে এই দুটো সাফল্যের মধ্য তুলনায় যেতে রাজি নই। প্রতিটি মুহূর্তই স্মরণীয় হয়ে থাকবে। বিশ্বকাপ ও মেয়েদের আইপিএলে ভালো খেলেও মাঝখানে বাংলাদেশ সফরে ভারতীয় দল থেকে বাদ পড়তে হয়েছিল রিচাকে। এদিন সে প্রসঙ্গে রিচা বলেন, বাদ পড়াটা খেলারই অঙ্গ। তবে কোনও কোনও ক্ষেত্রে দল থেকে বাদ পড়াটা আগামী দিনে আরও ভালো খেলতে সাহায্য করে। ভুলত্রুটি শুধরে নিজেকে উন্নত করতে পেরেছি। দেশের হয়ে দীর্ঘদিন খেলা আমার লক্ষ্য।

কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে কেক কেটে হবে রিচার জন্মদিন পালন

বৃহস্পতিবার রিচার জন্মদিন। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে কেক কেটে রিচার জন্মদিন পালন করা হবে। সেই মতো সমস্ত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিলিগুড়ির সব স্তরের মানুষ সেখানে হাজির থাকবেন। স্বাভাবিকভাবে চরম আনন্দিত রিচা। এভাবে সকলের সঙ্গে জন্মদিন তিনি পালন করেননি। তবে, এই আনন্দের মাঝেও নিজের  শহরে এখনও ক্রিকেটের জন্য আলাদা স্টেডিয়াম বা মাঠ না থাকাটা রিচাকে কুরে কুরে কুরে করে খাচ্ছে। এদিনও তিনি বলেন, স্টেডিয়াম বা মাঠ ক্রিকেটের জন্য থাকাটা জরুরি। এই শহর থেকে আমার আগে ঋদ্ধিমান সাহা ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। তারপর আমি ভারতীয় দলে খেলছি। এখানে প্রতিভার অভাব নেই। আগামীদিনে সুযোগসুবিধা পেলে এখান থেকেও আরও অনেক ছেলেমেয়ে জাতীয় দলে খেলবে। তার জন্য চাই পরিকাঠামো।

কী বললেন পরিবারের লোকজন?

রিচার বাবা মানবেন্দ্র ঘোষ বলেন, বিশ্বকাপ জয়ের পর খুশি হয়েছিলাম। তবে, এশিয়ান গেমসে (Asian Games 2023) সোনা আমাদের বিশেষভাবে গর্বিত করেছে। মা স্বপ্না ঘোষ বলেন, আমার মেয়ে দেশকে গৌরবান্বিত করেছে, এর অনুভূতি আলাদা।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

Siliguri

bangla news

Bengali news

Asian Games 2023


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর