img

Follow us on

Wednesday, Dec 11, 2024

RG Kar Incident: বিধানসভায় শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ আরজি করে নির্যাতিতার বাবা-মায়ের, কী কথা হল?

Suvendu Adhikari: অভয়ার বাবা-মার চোখের জল মুছে দিলেন শুভেন্দু, করলেন প্রতিবাদ কর্মসূচির ঘোষণা...

img

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন আরজি করের নির্যাতিতার বাবা-মা। সংগৃহীত চিত্র

  2024-11-26 17:38:13

মাধ্যম নিউজ ডেস্ক: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে দেখা করতে বিজেপি নেতা সজল ঘোষের (Sajal Ghosh) সঙ্গে বিধানসভায় গেলেন আরজি করের (RG Kar Incident) নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা (RG Kar victim’s family)। সেখানে পৌঁছেই শুভেন্দুর (Suvendu Adhikari) সঙ্গে দেখা করেন তাঁরা। মঙ্গলবার বেলা ১২টা ২০ মিনিট নাগাদ বিধানসভায় পৌঁছান নির্যাতিতার বাবা-মা। বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন দু’জনেই। শুভেন্দু ছাড়া সেখানে বিজেপির অন্য বিধায়করাও ছিলেন।

কান্নায় ভেঙে পড়লেন নির্যাতিতার মা

এদিন শুভেন্দুর (Suvendu Adhikari) সঙ্গে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন নির্যাতিতার (RG Kar Incident) মা। তিনি বলেন, ‘‘আমার পাশে সবাই দাঁড়াচ্ছে, আগামী দিনে আপনাদেরও আমার পাশে চাই। আমার মেয়েটা এমন কী অপরাধ করল, যে তাঁকে এমন নির্মম ভাবে মারা হল?’’ এরপরই তিনি আরও বলেন, ‘‘দেখতে দেখতে ১০০ দিন পেরিয়ে গেল। কিন্তু আজও জানতে পারলাম না, সেই রাতে আমার মেয়ের সঙ্গে কী ঘটেছিল।’’ তিনি আরও বলেন, ‘‘আমার মেয়েটা কী অপরাধ করল! হাসপাতাল ওর দ্বিতীয় বাড়ি ছিলাম। আমি বলতাম, হাসপাতালে গেটে ঢুকে ফোন করবি, আমার আর চিন্তা থাকবে না। সুরক্ষিত জায়গায় তাকে নৃশংসভাবে খুন করা হল।’’ কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন নির্যাতিতার বাবাও। এরপর রুমাল দিয়ে তাঁর চোখের জল মুছিয়ে দেন শুভেন্দু। নির্যাতিতার বাবার কথা শুনে কেঁদে ফেলেন বিজেপি বিধায়ক চন্দনা বাউরিও।

আরও পড়ুন: কলকাতাতেও বিষ-বাতাস! রাজ্যে শীতের আমেজ, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা উপকূলে

পাশে থাকার বার্তা শুভেন্দুর

এরপরই শুভেন্দু (Suvendu Adhikari) আশ্বাস দিয়ে জানান, নির্যাতিতার (RG Kar Incident) বিচারের দাবিতে আগামী ১০ ডিসেম্বর শান্তিপূর্ণভাবে, আইন এবং গণতন্ত্র মেনে বিধানসভার ভিতরে এবং বাইরে বিজেপি বিধায়করা ধর্নায় বসবেন। অভিযুক্তদের দ্রুত এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিও জানাবেন তাঁরা। শুভেন্দু আরও বলেন, ‘‘১০ তারিখে সারাদিন রাজ্যপালের সামনে ধরনা দেব আমরা। ৫ দিন পুলিশের হাতে ছিল এই তদন্ত। থানার ওসি আর হাসপাতালের সুপার জেলে, এমন ঘটনা বিশ্বে বিরল। আমরা সবাই আছি আপনার সঙ্গে।’’ প্রসঙ্গত, গত ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে চারতলার সেমিনার হল থেকে পড়ুয়া চিকিৎসকের দেহ উদ্ধার হয়। সেই ঘটনায় উত্তাল হয় গোটা রাজ্য। এমনকী, প্রতিবাদের আঁচ রাজ্য থেকে দেশ ছাড়িয়ে বিদেশেও পৌঁছয়। বর্তমানে সুপ্রিম কোর্টে বিচার চলছে এই মামলার।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

 

Tags:

Madhyom

bangla news

west Bengal assembly

sajal Ghosh

RG Kar Incident

RG Kar medical college and hospital

RG Kar Case


আরও খবর


ছবিতে খবর