img

Follow us on

Sunday, Sep 08, 2024

RG Kar incident: আরজি করকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ

Sandip Ghosh: পক্ষকালের জেরা শেষ, সিবিআইয়ের জালে সন্দীপ ঘোষ...

img

আরজি করকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ। সংগৃহীত ছবি।

  2024-09-02 21:16:02

মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করকাণ্ডে (RG Kar incident) গ্রেফতার সন্দীপ ঘোষ। সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ (Sandip Ghosh)। সূত্রের খবর, দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁকে।

সিবিআইয়ের তদন্ত (RG Kar incident)

আরজি করে আর্থিক তছরুপের একাধিক অভিযোগ জমা পড়েছিল। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থার দুর্নীতি দমন শাখাই গ্রেফতার করে সন্দীপকে। প্রাক্তন অধ্যক্ষ গ্রেফতার হয়েছেন শুনে খুশিতে ফেটে পড়েন আরজি করের আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। তবে তাঁদের দাবি, গ্রেফতার করতে হবে সব দোষীকে। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারের তরফে অনিকেত মাহাত বলেন, “আর্থিক তছরুপকাণ্ডে সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে। মেডিক্যাল এথিক্সের জায়গা থেকে এখন স্বাস্থ্যভবনের কী করা উচিত, তা বলে দেওয়ার দরকার আছে বলে মনে হয় না।”

সাসপেন্ড করেছিল আইএমএ

জানা গিয়েছে, আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি হাসপাতাল পরিচালনা নিয়ে সন্দীপের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন। ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। প্রসঙ্গত, সন্দীপকে (RG Kar incident) আগেই সাসপেন্ড করেছিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। সংস্থার রাজ্য শাখার সহকারী সম্পাদক চিকিৎসক অনির্বাণ দলুই বলেছিলেন, আরজি করের এই ঘটনা ঘটার পর থেকেই তাঁর সদস্য পদ বাতিলের দাবি করা হচ্ছিল রাজ্য শাখার পক্ষ থেকে। শেষমেশ সেই দাবিতেই সিলমোহর দিল কেন্দ্রীয় কমিটি। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।

আরও পড়ুন: কান্দাহার অপহরণ নিয়ে নেটফ্লিক্সের নয়া সিরিজে বিতর্ক, কর্তাকে তলব কেন্দ্রের

আরজি করকাণ্ডের পর টানা ১৫ দিন ধরে জেরা করা হচ্ছিল সন্দীপকে। সোমবারও সকাল থেকে টানা জেরা করা হচ্ছিল তাঁকে। জেরায় একাধিক অসঙ্গতি মেলে বলে সূত্রের খবর। এর পর হঠাৎই সন্দীপকে নিয়ে বেরিয়ে পড়েন সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার কর্তারা। তাঁকে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে। সন্ধেয় সেখানেই গ্রেফতার করা হয় আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে। গত ১২ অগাস্ট আরজি করকাণ্ডের নৈতিক দায় নিয়ে পদত্যাগ করেছিলেন সন্দীপ। এর কিছুক্ষণ পরেই তাঁকে দেওয়া হয়েছিল প্রাইজ পোস্টিং (Sandip Ghosh)। তা নিয়েও বিস্তর জলঘোলা হয়েছিল (RG Kar incident)।

 

 দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ। 

Tags:

cbi

Madhyom

bangla news

Bengali news

rg kar

news in bengali

Incident

RG Kar Incident

Sandip ghosh

RG Kar issue

RG Kar Case


আরও খবর


ছবিতে খবর