img

Follow us on

Wednesday, Apr 24, 2024

Adenovirus: অ্যাডিনো ভাইরাসের আক্রমণ থেকে বাঁচবেন কীভাবে? মেনে চলুন কিছু সতর্কতা

Adenovirus: সাধারণ সর্দি-কাশি নাকি অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত, বুঝবেন কীভাবে?

img

প্রতীকী ছবি

  2023-03-01 16:47:44

মাধ্যম নিউজ ডেস্ক: করোনার দাপট কমতেই নতুন করে চোখরাঙানি অ্যাডিনো ভাইরাসের (Adenovirus)। মূলত, নতুন এই ভাইরাসে বেশিরভাগ আক্রান্ত হচ্ছে শিশুরা। রাজ্যে অ্যাডিনো ভাইরাস সংক্রমণে শিশু মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। তবে বড়দের মধ্যেও অল্প-বিস্তর ছড়িয়েছে এই সংক্রমণ। এহেন পরিস্থিতি থেকে শিশুকে সুরক্ষিত রাখার নয়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ভবন। আবার বড়দেরও কী করা উচিত অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হলে তাও বলা হয়েছে নির্দেশিকায়।

স্বাস্থ্য ভবনের তরফে কী বলা হল (Adenovirus)?

অ্যাডিনো ভাইরাসের (Adenovirus) সংক্রমণ থেকে বাঁচতে স্বাস্থ্য ভবনের নির্দেশিকায় বলা হয়েছে-

১) বারেবারে সাবান দিয়ে হাত ধুতে হবে। বড়দের পাশাপাশি ছোটদেরও একই অভ্যাস করাতে হবে।

২) বাইরে থেকে এসে জামাকাপড় বদল করে সঙ্গে-সঙ্গে হাত ধুয়ে তবেই শিশুদের সংস্পর্শে আসতে হবে।

৩) ভিড় এড়িয়ে চলা ভাল।

৪) বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা অত্যন্ত জরুরি।

৫) কাশি-হাঁচির সময়ে রুমাল বা কনুই দিয়ে মুখ ঢাকুন।

৬) কফ বা থুতু যেখানে সেখানে না ফেলাই ভাল।

৭) যেসব শিশুদের কোনও গুরুতর জন্মগত অসুখ বা অপুষ্টির সমস্যা আছে, তাদের বিশেষ করে সাবধানে রাখুন।

আরও পড়ুন: অ্যাডিনো-আতঙ্কে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে ২৪ ঘণ্টার ক্লিনিক চালু

এই ভাইরাসে আক্রান্ত হলে কী কী করবেন, তা নিয়েও নির্দেশিকা দেওয়া হয়েছে। সেগুলো হল-

১) শিশু অসুস্থ হলে তাকে স্কুলে পাঠানো যাবে না।

২) শিশু, গর্ভবতী মহিলা বা বৃদ্ধদের থেকে সংক্রমিত ব্যক্তিদের দূরে থাকা উচিত।

৩) সর্দি-কাশি হলে হালকা গরম জলে নুন দিয়ে গার্গেল করতে হবে। ছোট শিশুদের ক্ষেত্রে গরম পানীয় বারেবারে দেওয়া উচিত। বাসক পাতা, মধু, আদা, তুলসী, লবঙ্গ কাশি কমাতে সাহায্য করে।

৪) বুকে যদি কফ থাকে তবে অ্যান্টিহিস্টামিন আছে এমন কাফ সিরাপ খাওয়া উচিত নয়।

৫) চিকিৎসকের পরামর্শ নিন। মেডিক্যাল কলেজগুলি ছাড়াও প্রতিটি জেলা, মহকুমা ও স্টেট জেনারেল হাসপাতালে শিশু বিশেষজ্ঞ রয়েছে। প্রয়োজনে তাঁদের কাছে নিয়ে যান।

সাধারণ সর্দি-কাশি নাকি অ্যাডিনো ভাইরাস (Adenovirus) কী করে বুঝবেন?

শিশুরোগ বিশেষজ্ঞদের মতে, আবহাওয়া পরিবর্তন হচ্ছে এবং ঘরে-ঘরে বাচ্চা থেকে বয়স্ক সকলেই জ্বর-সর্দিতে ভুগছে, ফলে কিছু লক্ষণ রয়েছে যা দেখে বুঝতে পারবেন যে শিশু অ্যাডিনো ভাইরাসে সংক্রমিত হয়েছে কিনা। জানা গিয়েছে, অ্যাডিনো ভাইরাসে জ্বর, সর্দি, কাশি এগুলো রয়েছে। তার সঙ্গে গলা ব্যথা, নাক দিয়ে জল পড়া, চোখ লাল হয়ে যাওয়া, শ্বাস নিতে সমস্যা হলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। বাচ্চার বয়স যত কম, এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

West Bengal Health Department

Health Department

Adenovirus

Adenovirus Guidelines


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর