img

Follow us on

Wednesday, Dec 11, 2024

Noapara Airport Metro: মার্চেই কলকাতা মেট্রোয় চেপে সোজা এয়ারপোর্ট! ডিসেম্বরে শুরু হচ্ছে ট্রায়াল রান

Kolkata Metro Rail: কবে থেকে শুরু হচ্ছে নোয়াপাড়া-এয়ারপোর্ট রুট? ঘোষণা মেট্রো রেল কর্তৃপক্ষের...

img

এয়ারপোর্ট মেট্রো স্টেশন তৈরির কাজ শেষ পর্যায়ে (সংগৃহীত ছবি)

  2024-11-28 17:29:36

মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। নতুন বছরে রাজ্যবাসীর জন্য সুখবর। নতুন বছরের শুরুর দিকে মেট্রোয় (Kolkata Metro Rail) চেপে সোজা কলকাতা বিমানবন্দরে পৌঁছানো যাবে। কারণ, এয়ারপোর্ট মেট্রোর (Noapara Airport Metro) কাজ শেষের মুখে চলে এসেছে। নোয়াপাড়া-বিমানবন্দর হল ইয়েলো লাইনের প্রথম ধাপ, যা শেষ পর্যন্ত বারাসতকে কলকাতার সঙ্গে যুক্ত করবে। আগামী মাসেই নোয়াপাড়া-বিমানবন্দর পর্যন্ত ট্রায়াল রান শুরু হবে। মেট্রোর কর্মকর্তারা জানিয়েছেন, ৪ ডিসেম্বর থেকে নোয়াপাড়া এবং বিমান বন্দর (জয় হিন্দ) পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান করা হবে।

কবে থেকে মেট্রো চলাচল শুরু হবে?

ইতিমধ্যেই কলকাতা মেট্রোর ইয়েলো লাইনের নোয়াপাড়া-বারাসত করিডরের (Noapara Airport Metro) অন্তর্গত এয়ারপোর্ট স্টেশন পরিদর্শনে আসেন মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি। সঙ্গে ছিলেন মেট্রোর রেলওয়ের (Kolkata Metro Rail) নির্মাণকারী বিভাগের উচ্চপদস্থ অফিসাররা। কর্মকর্তারা জিএমকে ইয়েলো লাইনের সিভিল, বৈদ্যুতিক এবং সিগন্যাল এবং টেলিযোগাযোগ কাজের সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত করেছেন। এয়ারপোর্ট মেট্রো স্টেশনের কাজ কতটা এগিয়েছে, তা খতিয়ে দেখেন তাঁরা। যেটুকু কাজ বাকি আছে, তা দ্রুত শেষ করার নির্দেশ দেন। ২০২৫ সালে মার্চ মাস নাগাদ মেট্রো চালু হবে কর্মকর্তারা জানিয়েছেন।

আরও পড়ুন: সাগরে ঘনিভূত নিম্নচাপ, রাজ্যে শীতের আমেজে বাধা, বাড়বে রাতের তাপমাত্রা

এয়ারপোর্ট মেট্রো স্টেশনে চলছে শেষ মুহূর্তের কাজ

প্রাথমিকভাবে নোয়াপাড়া থেকে বারাসত (Noapara Airport Metro) পর্যন্ত কলকাতা মেট্রোর ইয়েলো লাইনের পুরো অংশে (১৬ কিলোমিটার) পরিষেবা শুরু করা হবে। প্রথমে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত অংশে (সাত কিলোমিটার) বাণিজ্যিক পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। আর সেইমতো এয়ারপোর্ট মেট্রো স্টেশনে শেষমুহূর্তের কাজ চলছে। ইতিমধ্যেই জয় হিন্দ স্টেশনে সিঁড়ি, ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের মেঝে এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলির নির্মাণ শেষ হয়েছে। একজন আধিকারিক জানিয়েছেন, খুব শীঘ্রই ট্রাভেলেটর ইনস্টল করা শুরু হবে। জিএম নির্দেশ দিয়েছেন যে অগ্নিনির্বাপণ ব্যবস্থাকে দ্রুত মোতায়েন করা উচিত যাতে রাজ্যের ফায়ার সার্ভিস বিভাগ থেকে অগ্নি নিরাপত্তা অনুমোদন চাওয়া যায়। মেট্রো রেল (Kolkata Metro Rail) কর্তৃপক্ষ জানিয়েছে, একবার নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো (Noapara Airport Metro) চালু হয়ে গেলে, যাত্রীরা নোয়াপাড়া ইন্টারচেঞ্জ স্টেশন থেকে তিনটি পৃথক লাইনের সুবিধা পাবেন।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

Kolkata

West Bengal

bangla news

Bengali news

airport metro


আরও খবর


ছবিতে খবর