img

Follow us on

Tuesday, Nov 28, 2023

Nadia: নদিয়া থেকে হেঁটে অযোধ্যার রামমন্দির পাড়ি দিলেন গোপাল, কুর্ণিশ এলাকাবাসীর

'পায়ে হেঁটে অযোধ্যার রামমন্দির যেতে ৯০ দিন লাগবে', দাবি গোপালবাবুর

img

অরিন্দম সিংহরায় ওরফে গোপাল (নিজস্ব চিত্র)

  2023-11-08 12:58:40

মাধ্যম নিউজ ডেস্ক: অবিশ্বাস্য মনে হলেও সত্যি। নিজের স্বপ্নপূরণের লক্ষ্যে পায়ে হেঁটে প্রায় ১৮০০ কিলোমিটার অতিক্রম করে অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশে রওনা দিলেন নদিয়ার (Nadia) চাকদার গোপালবাবু। চলতি মাসের গত ৬ তারিখে রওনা দেন তিনি। বর্তমানে তিনি রয়েছেন শিমলাগড়ে। ৪৫ বছর বয়সে তাঁর এই উদ্যোগ দেখে কুর্ণিশ জানিয়েছেন এলাকাবাসী।

প্রতিবেশীরা কী বললেন? (Nadia)

নদিয়ার (Nadia) চাকদা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর ঘোষপাড়ার বাসিন্দা অরিন্দম সিংহরায়। এলাকায় তিনি গোপাল নামেই পরিচিত। তিনি ছাড়া পরিবারে রয়েছেন ৬৫ বছরের বৃদ্ধা মা। গোপালবাবু এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। প্রতিবেশীরা বলেন, পায়ে হেঁটে অতটা পথ যাওয়া যায়, তা আমরা ভাবতেই পারছি না। নিজের স্বপ্নপূরণের জন্য তাঁর এই উদ্যোগকে আমরা কুর্ণিশ জানাই। তিনি যেন সুস্থ এবং স্বাভাবিকভাবে পবিত্র রাম মন্দির দর্শন করে বাড়ি ফিরে আসতে পারেন, এটাই আমরা চাই।

প্রতিদিন ৩০ কিলোমিটার করে হাঁটছেন গোপালবাবু

গোপালবাবু বলেন,  ২০০৮ সাল থেকেই আমার মনের ভেতরে অযোধ্যার রাম মন্দিরে যাওয়ার ইচ্ছা ছিল। পায়ে হেঁটে অযোধ্যায় গিয়ে রামের পবিত্র চরণ ধূলিতে পদার্পণ করার ইচ্ছে মনে মনে ভেবে রেখেছিলাম। পরবর্তীকালে সেই ইচ্ছার কথা এলাকাবাসীর কাছে প্রকাশও করেছিলাম। প্রতিবেশীরাও আমাকে উৎসাহ দিয়েছিলেন। এবার সেই স্বপ্নপূরণের লক্ষ্যেই পথ চলা শুরু করেছি। তিনি বলেন, প্রতিদিন ৩০ কিলোমিটার হাঁটার পরিকল্পনা রয়েছে। পথ চলতি মানুষেরও এই দুদিনে উৎসাহ অনেক উৎসাহ পেয়েছি। কেউ টাকা দিয়ে সাহায্য করেছেন, কেউ বা আবার আমাকে খাওয়ানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। ফলে, রাস্তায় থাকা, খাওয়ার অভাব এখনও হয়নি।  রাস্তায় পরিচিত অপরিচিতরা ডেকে নিয়ে গিয়ে থাকার জায়গা দিচ্ছেন, খাওয়ার সুব্যবস্থাও করছেন তারা। কেউ আবার অনলাইনে আর্থিক সাহায্য করছেন। ৯০ দিনে অযোধ্যা মন্দিরে প্রবেশ করার পরিকল্পনা রয়েছে। যে রাস্তা ধরে আমি যাচ্ছি তাতে প্রায় ১৮০০ কিলোমিটার বা তার বেশি পথ আমাকে যেতে হতে পারে। গোপাল বাবুর এই উৎসাহ এবং উদ্যোগ দেখে প্রতিবেশীরাও সাধুবাদ জানিয়েছেন।  তবে গোপালবাবু জানিয়েছেন তিনি পায়ে হেঁটে অযোধ্যায় রওনা দিলেও বাড়ি ফেরার সময় ট্রেনে করে বাড়ি ফিরবেন।

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

bjp

Madhyom

West Bengal

bangla news

Bengali news

Nadia

Ram Mandir

chakdah


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর