img

Follow us on

Tuesday, Mar 21, 2023

Bonny Sengupta: বনির পারিশ্রমিক ১০-১৫ লক্ষ, অথচ কুন্তল দেন ৪০-৪৫ লক্ষ টাকা! কেন?

Bonny Sengupta: তবে কি টাকা ফেরত দেবেন অভিনেতা? আজ ফের তলব করা হয়েছে বনিকে...

img

বনি সেনগুপ্ত (Bonny Sengupta)

  2023-03-14 11:53:42

মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে টলি অভিনেতা বনি সেনগুপ্তর। মঙ্গলবার আবারও তাঁকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ফলে আজ তাঁকে আবার ইডির প্রশ্নের মুখোমুখি হতে হবে। এদিন, সল্টলেকের সিজিও কমপ্লেক্সে অভিনেতাকে হাজিরা দিতে বলা হয়েছে। বনি আগেই জানিয়েছিলেন, কুন্তলের থেকে টাকা নিয়ে গাড়ি কিনেছেন তিনি। এবার সেই গাড়ি কেনার নথি-সহ এদিন ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে বনিকে। তবে প্রশ্ন উঠছে, পারিশ্রমিক বাবদ বনি যে টাকাটি নিয়েছিলেন ও গাড়িটি কিনেছিলেন, সেই টাকা বনি ফিরিয়ে দেবেন কিনা।

বনিকে এত টাকা কেন দিলেন কুন্তল?

বনির দাবি, কুন্তল ওকে ৪০-৪৫ লক্ষ টাকা দিয়েছিল ছবির অগ্রিম হিসেবে। কুন্তল নাকি তাঁকে বলেছিলেন, ২ টো ছবির অগ্রিম হিসেবে এই টাকা। কিন্তু, ওই ছবি দুটি হয়নি। এদিকে, বনি ওই টাকা দিয়ে ততক্ষণে গাড়ি কিনে নিয়েছেন। কুন্তলকে টাকা ফেরতও দেননি। তখন কুন্তলের হয়ে স্টেজ শো করতে থাকেন। আর এই ঘটনা প্রায় ৫-৬ বছর আগের। ফলে প্রশ্ন উঠছে, টলিউডে তখন বনি নতুন মুখ কেবল। আর তাতেই এত টাকা ছবির জন্য। অগ্রিম টাকা দেওয়া হলেও, তাও আবার গোটাটাই মৌখিক ছিল। কাগজে-কলমে কিছুই ছিল না।

বনির পারিশ্রমিক কত?

জানা গিয়েছে, বর্তমান সময়ে টলি ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি পারিশ্রমিক পান দেব, জিৎ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এনারা প্রথম সারিতে রয়েছেন। দ্বিতীয় সারিতে রয়েছেন সোহম চক্রবর্তী, অঙ্কুশ হাজরাদের মত তারকা। আর তার পর আসে বনি। অর্থাৎ তৃতীয় সারিতে রয়েছেন তিনি। আর তিনি প্ৰতি ছবির জন্য ১২ থেকে ১৫ লক্ষ টাকা নিয়ে থাকেন। সেই জায়গায় দাঁড়িয়ে কুন্তল বনিকে এত টাকা কেন দিলেন ছবির জন্য, এই নিয়েই উঠছে প্রশ্ন।

কুন্তলের ছবির জন্য অগ্রিম নিলেও ছবি করা হয়নি। কিন্তু স্টেজ শো করে পুষিয়ে নেন বনি। তবে টলিউড সূত্রে খবর, স্টেজ শো করতে মাত্র দেড় থেকে দু’লক্ষ টাকা পারিশ্রমিক নেন বনি। অর্থাৎ এখানেও হিসেব যেন মিলছে না। আবার তদন্তকারীদের একটি সূত্রের দাবি, কুন্তলের যে টাকা দিয়ে বনি গাড়ি কিনেছিলেন, অভিনেতা তা ইডি-কে ফেরত দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। তবে তিনি কি টাকা ফেরত দেবেন ইডিকে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আজ বনিকে ফের জিজ্ঞাসাবাদ করা হবে।

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Recruitment scam

Bonny Sengupta


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর