Onion Price: বন্যার অজুহাত দেখিয়ে পশ্চিমবঙ্গে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করছে মমতা সরকার, এমনই অভিযোগে কেন্দ্রীয় মন্ত্রীকে কাছে চিঠি লিখলেন রাজ্যের বিজেপি সাংসদ...
পেঁয়াজ দুর্নীতির অভিযোগ, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো (ডানদিকে) চিঠি লিখলেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশীকে (বাঁদিকে), সংগৃহীত ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: বন্যার অজুহাত দেখিয়ে পশ্চিমবঙ্গে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করছে মমতা সরকার। এমনই অভিযোগে এবার কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি লিখলেন রাজ্যের বিজেপি (BJP) সাংসদ। পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো চিঠি লিখলেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ জোশীকে। পুরুলিয়ার সাংসদ সরাসরি অভিযোগ তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। সাংসদের দাবি, প্রশাসনের মদতে কালোবাজারের মাধ্যমে পেঁয়াজের দাম (Onion Price) অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হচ্ছে। তাঁর কথায়, ‘‘এটি মমতার পেয়াঁজ দুর্নীতি। তদন্ত করা উচিত।’’
সাংসদের আরও অভিযোগ, বন্যার অজুহাতকে কাজে লাগিয়ে অন্যায়ভাবে পণ্য পরিবহণ বন্ধ করে দিয়েছে মমতা সরকার। এই পেঁয়াজ দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারকে তদন্ত করারও আবেদন জানিয়েছেন পুরুলিয়ার বিজেপি (BJP) সাংসদ। একইসঙ্গে দাম স্বাভাবিক করতে মজুত পেঁয়াজ বাজারে আনার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছেন সাংসদ।
আরও পড়ুন: আন্দোলনের চাপে দিশাহারা মমতা সরকার, পিছিয়ে দেওয়া হল ‘দুয়ারে উদ্যম’ শিবির
প্রসঙ্গত, কলকাতার বাজারগুলিতে পেঁয়াজের দর কেজি প্রতি ৫০-৬০ টাকা। ১৫ দিনের আগেও পেয়াঁজের দাম (Onion Price) খুবই কম ছিল। বিজেপির সাংসদের বক্তব্য, ‘‘ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের সীমান্ত বন্ধ থাকার সুবিধা নিয়েছেন ব্যবসায়ীরা। তাঁরা পণ্য মজুত রেখেছিলেন। এখন সীমান্ত পুনরায় খোলার পরে আমদানিকৃত জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। তার মধ্যে পেয়াঁজও রয়েছে।’’ জ্যোতির্ময় জানান, পেয়াঁজের দাম ছিল ৪৫ টাকা, বেড়ে হয়েছে ৬০ টাকা। মূল্যবৃদ্ধির ফলে এটা হচ্ছে না। এর মূল কারণ ব্যবসায়ীদের কালোবাজারি। এর জন্য তৃণমূলকে দায়ী করছেন বিজেপি (BJP) সাংসদ। তাঁর মতে, ‘‘হিমঘর, বাজারের চাহিদা অনুযায়ী জোগান এই পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করেন তৃণমূল নেতারা। তাঁরাই ইচ্ছাকৃত ভাবে পেঁয়াজের দাম বৃদ্ধি করেছেন। সাধারণ মানুষকে স্বস্তি দিতে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে।’’
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।