পুরুলিয়ায় সোনার দোকানে ডাকাতিকাণ্ডে ১ কোটির সম্পত্তি উদ্ধার
পুরুলিয়া সদর থানা। সংগৃহীত চিত্র।
মাধ্যম নিউজ ডেস্ক: পুরুলিয়ায় সোনার দোকানে ডাকাতিকাণ্ডে (Purulia Robbery) গ্রেফতার আরও ৩। এরা ঝাড়খণ্ড থেকে পুলিশের জালে ধরা পড়েছে বলে জানা গেছে। ধৃতদের কাছ থেকে প্রচুর নগদ টাকা ও মূল্যবান গয়না সমেত প্রায় ১ কোটি টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে। একই ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ৭। প্রত্যেককেই পুরুলিয়া সদর থানায় আনা হয়েছে বলে জানা গেছে।
কীভাবে পুলিশের জালে (Purulia Robbery)?
পুরুলিয়ার নমোপাড়ায় সোনার দোকানে ডাকাতি (Purulia Robbery) করে দুষ্কৃতীরা কোটি কোটি টাকার সোনা নিয়ে পালিয়ে যায়। এরপর ঘটনার তদন্তে নামে পুলিশ। রাজ্যের বিভিন্ন প্রান্তে দুষ্কৃতীদের ধরার জন্য পুলিশ অভিযান শুরু করে। ভিন রাজ্যেও পুলিশ অনুসন্ধান করে বলে জানা যায়। এর আগে ঘটনার সঙ্গে যুক্ত সিংহ সিধু এবং বিকাশ কুমাকে গ্রেফতার করে পুলিশ। এবার ডাকাতির সঙ্গে যুক্ত আরও তিন অভিযুক্তের কথা গোপন সূত্রে খবর পেয়ে, পুলিশ ঝাড়খণ্ড থেকে তাদের গ্রেফতার করেছে। ধৃতদের নাম হল ওমপ্রকাশ প্রসাদ, ডব্লিউ সিং এবং অজয় যাদব।
গত ২৯ অগাস্ট পুরুলিয়া এবং নদিয়ার রাণাঘাটে একই দিনে সোনার দোকানে ডাকাতির (Purulia Robbery) ঘটনা ঘটে। যদিও দুই ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কিনা, তা পুলিশ তদন্ত করে দেখছে। পুরুলিয়ায় ডাকাতির পরে, পুলিশ রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করে। পুলিশের প্রথম অনুমান দুষ্কৃতীরা ঝাড়খণ্ডের পথে পালিয়েছে। প্রথমে দু'জনকে পুলিশ গ্রেফতার করলে, সেই সূত্র ধরে আরও তিনজনকে সোমাবার ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনা ঘটার দুই দিন আগেই দুষ্কৃতীরা দোকানে ঢুকে ছিল। ঘটনার দিনে দুষ্কৃতীরা সোনা কেনার নাম করে দোকানে প্রবেশ করে। দোকানের ভিতরে রক্ষী এবং কর্মচারীরা তাদের ডাকাতি করার অভিপ্রায় বুঝতে পারেননি। এরপর ২০ থেকে ২২ মিনিটের মধ্যে দোকানে লুটপাট করে পালিয়ে যায়। এই ঘটনায় জেলায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছিল।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।