Julien Alfred: প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ১০০ মিটার দৌড়ে সোনা, জুলিয়েনকে নিয়ে গর্বিত সেন্ট লুসিয়া
চ্যাম্পিয়ন হয়ে উল্লাস জুলিয়ে্ন আলফ্রেডের (সংগৃহীত ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: ইতিহাস গড়লেন সেন্ট লুসিয়ার রানার জুলিয়েন আলফ্রেড। দেশকে এনে দিলেন প্রথম অলিম্পিক্স (Paris Olympics 2024) পদক, তাও আবার এক্কেবারে সোনার পদক। ট্র্যাকে তাঁর দৌড় দেখে স্তম্ভিত হয়ে গেলেন দর্শকরা। দুরন্ত গতিতে প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে মহিলাদের ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতলেন আলফ্রেড (Julien Alfred)। মজা করে সকলেই তাঁকে দ্রুততম মানবী বলে ডাকছেন।
দৌড়ের আগে বৃষ্টি হওয়ায় ইভেন্ট (Paris Olympics 2024) শুরু হতে খানিকটা দেরি হয়। কিন্তু দৌড় শুরু হওয়ার পরে জুলিয়েনকে দেখে মনে হল না, ভিজে ট্র্যাকে দৌড়াতে কোনও সমস্যা হচ্ছে তাঁর। উড়লেন জুলিয়েন। শুরুতেই এগিয়ে যান। শেষ পর্যন্ত তিনি তাঁর অবস্থান ধরে রাখেন। অনেক চেষ্টা করেও জিততে পারেননি শাকারি। ১০.৭২ সেকেন্ডে শেষ করে রেকর্ডও গড়লেন জুলিয়েন। সোনা জেতার পরে জুলিয়েন উল্লাসে ফেটে পড়েন। তাঁর এই জয় দেশবাসীর কাছে কতটা গুরুত্ব তাঁর উচ্ছ্বাসে বোঝা যাচ্ছিল। শাকারি প্রতিযোগিতা শেষ করেন ১০.৮৭ সেকেন্ডে। অর্থাৎ, জুলিয়েনের থেকে অনেকটাই পিছনে শেষ করেন তিনি। মেলিসা শেষ করেন ১০.৯২ সেকেন্ডে। অনেক বছর পরে অলিম্পিক্সে দৌড়ে পদক তালিকায় জামাইকার কোনও ক্রীড়াবিদ নেই। ফ্রেজ়ার-প্রাইস নাম তুলে নেওয়ায় একমাত্র টিয়া ক্লেটন ছিলেন ফাইনালে। তিনি শেষ করেন সপ্তম স্থানে।
আরও পড়ুন: উত্তরপ্রদেশের হিন্দু মন্দিরে অশ্লীল ভিডিও তৈরি! গ্রেফতার দিলশাদ ও আজিম
রেকর্ড (Paris Olympics 2024) গড়ার পর আলফ্রেড জয়টি তাঁর বাবাকে উৎসর্গ করেন, যিনি ২০১৩ সালে মারা যান। তিনি বলেন, "সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঈশ্বর, আমার প্রশিক্ষক এবং সবশেষে, আমার বাবা, যিনি বিশ্বাস করেছিলেন যে আমি এটা করতে পারব। তিনি ২০১৩ সালে মারা গিয়েছেন। এখন তিনি আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় মঞ্চে আমাকে দেখতে পাননি। তিনি' তাঁর মেয়ে অলিম্পিয়ান হওয়ার জন্য সর্বদা গর্বিত হবেন।" অলিম্পিক্সে সেন্ট লুসিয়া এর আগে পর্যন্ত কোনও পদক জিততে পারেনি। ওয়েস্ট ইন্ডিজের এই দ্বীপরাষ্ট্রের ট্রফি খরা কাটালেন জুলিয়েন। তা-ও রুপো বা ব্রোঞ্জ নয়, একেবারে সোনা জিতলেন তিনি।
সেমিফাইনালের (Paris Olympics 2024) আগে জামাইকার শেলি অ্যান ফ্রেজ়ার-প্রাইস নাম তুলে নেওয়ায় সকলে ভেবেছিলেন খুব সহজেই সোনা জিতবেন শাকারি রিচার্ডসন। বিশ্বের দ্রুততম মানবী হবেন তিনি। কিন্তু, ফলাফল হল একেবারে অন্যরকম। সকলকে পিছনে ফেলে অলিম্পিক্সে মহিলাদের ১০০ মিটার দৌড়ে সোনা জিতলেন জুলিয়েন আলফ্রেড (Julien Alfred)। ১০.৭২ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জিতলেন শাকারি। ব্রোঞ্জ জিতলেন আমেরিকারই মেলিসা জেফারসন। অলিম্পিক্সে ৯.৫৮ সেকন্ডে ১০০ মিটার স্প্রিন্টে রেকর্ড করা উসেইন বোল্টের সঙ্গেই এখন জুলিয়েন আলফ্রেডকে তুলনা করা হচ্ছে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।