Team India: রানার্স হয়ে ভারত পেল ১৬ কোটি টাকা! বিজয়ী অস্ট্রেলিয়া পেল ৩৩ কোটি
বিশ্বকাপে ভারতীয় দল।
মাধ্যম নিউজ ডেস্ক: শেষ হল ৪৮টি ম্যাচের খেতাবি লড়াই। টানা ১০ ম্যাচ জিতেও ফাইনালে থেমে গেল ভারতীয় ক্রিকেট দলের বিজয়রথ। আইসিসি-র নিয়ম অনুসারে যে দল একদিনের ক্রিকেট বিশ্বকাপ (ICC World Cup 2023) জিততে পারবে, তারা ৩৩ কোটি টাকা পাবে। আপাতত এই টাকার মালিক টিম অস্ট্রেলিয়া। আর যে দল রানার্স আপ হবে, তারা ১৬ কোটি টাকা পাবে। ভারতীয় ক্রিকেট দল যেহেতু এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচে হেরে গিয়েছে, সেকারণে ১৬ কোটি টাকা নিয়েই তাদের সন্তুষ্ট থাকতে হবে।
বিশ্বকাপে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মোট ১ কোটি ডলার আর্থিক পুরস্কার হিসাবে দিচ্ছে। যা ভারতীয় মূল্যে প্রায় ৮৩ কোটি টাকা। বিশ্বকাপে (ICC World Cup 2023) লিগ পর্বে একটি ম্যাচ জেতার জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল দিয়েছে ৪০ হাজার ডলার আর্থিক পুরস্কার। ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩ লাখ ৩৪ হাজার টাকা। ভারত লিগ পর্বে ন’টি ম্যাচেই জয় পেয়েছে। তাই রোহিত, বিরাটেরা পাবেন ৩ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ প্রায় ৩ কোটি টাকা জেতা হয়ে গিয়েছে ভারতীয় দলের (Team India)। এখন, রানার্স হয়ে ভারতীয় দল পুরস্কার মূল্য হিসাবে পেল প্রায় ১৯ কোটি ৬৬ লাখ টাকা।
আরও পড়ুন: ইতিহাসের পুনরাবৃত্তি! সচিনের মতোই সোনার ব্যাটই সান্ত্বনা কোহলির
ক্রিকেট বিশ্বকাপ (ICC World Cup 2023) কার্যত উদযাপন করা হয় ভারতীয় উপমহাদেশে। ম্যাচের সময়, পিচ, খেলোয়াড়দের খুঁটিনাটি- প্রায় সবই থাকে ক্রীড়াপ্রেমীদের ঠোঁটের ডগায়। অতীতেও তাই ছিল। তবে আবেগ এক থাকলেও বেড়েছে পুরস্কার মূল্য। ১৯৮৩ সালে কপিল দেবের ভারতীয় দল যখন বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল তখন মাত্র এক লক্ষ টাকা পুরস্কার পেয়েছিলেন তাঁরা। ভারতীয় ক্রিকেট বোর্ড দিয়েছিল সেই টাকা । এছাড়াও একটি করে সোনার চেন পেয়েছিলেন প্রতিটি ক্রিকেটার। এছাড়া ক্রিকেটাররা ১৫ হাজার টাকা বোনাস পেয়েছিলেন ভারতীয় বোর্ডের থেকে। ২০১১ বিশ্বকাপে আইসিসির মোট পুরস্কার মূল্য ছিল ৬৬ কোটি টাকা। সেবার বিশ্বকাপ জিতে ভারতীয় দল পেয়েছিল ২৫ কোটি টাকা। শ্রীলঙ্কা রানার্স হয়ে পেয়েছিল প্রায় সাড়ে ১২ কোটি টাকা। এছাড়াও ভারতীয় দলের প্রতিটি ক্রিকেটার বোর্ডের তরফে ২ কোটি টাকা করে বোনাস পেয়েছিলেন।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।