১৭.৫ ওভারেই সাজঘরে ফিরে যেতে হয় বাংলাদেশকে...
হরমনপ্রীত কৌর। প্রতীকী ছবি।
মাধ্যম নিউজ ডেস্ক: দিন কয়েক আগেই এশিয়া কাপ জিতেছে ভারত। প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। রাত পোহালেই এশিয়ান গেমসে (Asian games 2023) মেয়েদের ক্রিকেটের ফাইনাল। ঘটনাচক্রে এই টিমকেও খেলতে হবে দ্বীপরাষ্ট্রের ক্রিকেট টিমের সঙ্গে। অথচ খেলার কথা ছিল পাকিস্তানের সঙ্গে। তবে রবিবার শ্রীলঙ্কার কাছে পাকিস্তান হেরে যাওয়ায় খেলা হবে ভারত বনাম শ্রীলঙ্কা। এই একই ঘটনা ঘটেছিল এশিয়া কাপের ক্ষেত্রেও।
এশিয়ান গেমসে এদিন দু’টো খেলা হয়। সকালে হয় ভারত-বাংলাদেশ ম্যাচ। দ্বিতীয় দফায় লড়াইয়ের ময়দানে ছিল পাকিস্তান-শ্রীলঙ্কা। টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। বীর বিক্রমে খেলতে থাকেন লঙ্কা-সেনানীরা। শ্রীলঙ্কার বোলারদের সামনে কার্যত অসহায় দেখাচ্ছিল পাকিস্তানকে। ২০ ওভার খেলে ৭৫ রান তোলে পাকিস্তান। হারাতে হয় ৯টি উইকেট। এর (Asian games 2023) মধ্যে ৩টি উইকেট নিয়ে নেন শ্রীলঙ্কার উদেশিকা প্রবোধানি। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার শাওয়াল জুলফিকার। তিনি করেছেন ১৬ রান। শ্রীলঙ্কার হয়ে ব্যাট করতে নেমে ২৩ রান করেন হর্ষিতা সমরবিক্রম। নীলাক্ষি দা সিলভা করেন ১৮ রান। নীলাক্ষি অপরাজিতই ছিলেন। এই দু’জনেই জিতিয়ে দেন দলকে।
শ্রীলঙ্কার কাছে যেভাবে পর্যুদস্ত হয়েছে পাকিস্তান, ঠিক সেভাবেই ভারতের বোলিংয়ের সামনে বাংলাদেশ উড়ে গিয়েছে স্রেফ খড়কুটোর মতো। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৫১ রানেই ইনিংস শেষ হয়ে যায় বাংলাদেশের। সর্বোচ্চ রান করেন অধিনায়ক নিগার সুলতানা। তিনি করেছেন ১২ রান। দুই ওপেনার সাথী রানি ও শামিমা সুলতানা কোনও রানই করতে পারেননি। ১৭.৫ ওভারেই সাজঘরে ফিরে যেতে হয় বাংলাদেশকে (Asian games 2023)। এদিন ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন ভারতের বোলার পূজা বস্ত্রকর।
আরও পড়ুুন: সিনেমা, খেলায় টাকা লগ্নি করছে খালিস্তানপন্থী জঙ্গিরা! বিস্ফোরক তথ্য এনআইএ-র চার্জশিটে
বাংলাদেশ যেখানে ১৭.৫ ওভার খেলে ৫১ রান করে, সেখানে মাত্র ৮.২ ওভারেই ৫২ রান তুলে জিতে যায় ভারত। এদিনের অধিনায়ক স্মৃতি মন্ধানা মাত্র ৭ রান করেছেন। অপরাজিত ছিলেন জেমাইয়া রডরিগেজ। তাঁর সংগ্রহে ছিল ২০ রান। এদিনের জয়ে রুপো জয় নিশ্চত হল ভারতের মহিলা ক্রিকেট টিমের। সোমবার ফাইনালে শ্রীলঙ্কাকে হারাতে পারলে ভারত জিতবে সোনা। রচিত হবে আরও একটি ইতিহাস। সেটি হল, ক্রিকেটে এশিয়া সেরা ভারতই – সে মহিলা টিমই হোক কিংবা পুরুষ।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।