img

Follow us on

Friday, Apr 19, 2024

UK Parliament: ব্রিটিশ পার্লামেন্টে প্রথমবার বক্তৃতা রাখতে গিয়ে ঘুমে ঢুলে পড়ল রোবট আইদা

UK Parliament: সম্প্রতি ইসরো জানিয়েছে, তাঁদের তৈরি রোবট 'ব্যোম মিত্র’-কে মহাকাশে পাঠানো হবে...

img

আইদা রোবট

  2022-10-13 19:47:52

মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বে প্রযুক্তিগত উন্নতির সঙ্গে সঙ্গে কম্পিউটার ও রোবটের ব্যবহার ক্রমাগতই বেড়ে চলেছে। দৈনন্দিন কাজকর্ম সহজ করে দেওয়ার জন্য বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence এর সহায়তা নিচ্ছে। বর্তমানে এই প্রযুক্তি সেভাবে উন্নত না হলেও বিজ্ঞানীরা আশা করছেন, অদূর ভবিষ্যতে রোবটের মান আরও উন্নত হবে এবং রোবটগুলি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মানুষের চাহিদাকে পূরণ করতে পারবে। বর্তমানে তাই বোরটের মানোন্নয়নের জন্য বিজ্ঞানীরা নানা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। তারই উদাহরণ হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে (UK Parliament) প্রথম বক্তব্য রাখল এক রোবট।

২০১৯ সালে এই রোবটিকে তৈরি করেন অ্যাডেন মেইলার। অত্যন্ত উন্নত এই কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত রোবটির নাম আইদা (Aida)। এই উন্নত রোবটটি আঁকতেও সক্ষম। ব্রিটিশ পার্লামেন্টের (UK Parliament) এক সদস্য ব্যারনেস বুল (Baroness Bull) তাঁকে জিজ্ঞাসা করেন আর্টিফিসিয়্যাল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার এই প্রযুক্তি কিভাবে চারুকলার উপর প্রভাব ফেলছে। এই প্রশ্নের জবাবে আইদা বলে, কম্পিউটারের সাহায্য নিয়ে আমি ছবি এঁকে থাকি। আমি বেঁচে নেই, তবু আমি শিল্প তৈরি করতে পারি। আমার চোখের ক্যামেরা এবং যান্ত্রিক হাত এই কাজে আমাকে সাহায্য করে। রোবট আইদা আরও বলে, আমি কবিতার জন্য একটি নিরপেক্ষ নেটওয়ার্ক ব্যবহার করি, যার মধ্যে সাধারণ বিষয়বস্তু এবং কাব্যিক কাঠামো চিহ্নিত করা এবং তারপর নতুন কবিতা তৈরির জন্য একটি বড় শব্দভাণ্ডার বিশ্লেষণ করা জড়িত।

যদিও রোবটটি তার বক্তব্যের শুরুটা ভালোই করেছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই হয় ছন্দপতন। ভাষণ দিতে গিয়ে ঘুমে ঢলে পড়ে আইদা। রোবটের চোখ ঘুরতে শুরু করে। ব্রিটিশ সাংসদদের (UK Parliament) দাবি, রোবটটির চোখ ঠিকরে বের হয়ে আসায় তাঁকে জম্বির মতো দেখাচ্ছিল। এই ঘটনায় সঙ্গে সঙ্গে ছুটে আসেন রোবটের নির্মাতা অ্যাডেন মেইলার। রোবটটিকে রিস্টার্ট করেন তিনি। শুধু তাই নয়, রোবটটিকে কাচের উপর বসানো হয়। তার পরই বক্তৃতা শেষ করে আইদা (Aida)। কেন এই যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছিল, তা অবশ্য নির্মাতার তরফে স্পষ্ট করা হয়নি। গোটা ঘটনায় যথেষ্ট অস্বস্তির মুখে পড়েছে লিজ ট্রাস সরকার। ইতিমধ্যেই নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরব হয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমের একাংশ। যদিও সরকারিভাবে এখনও এই নিয়ে কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, গত কয়েক বছরে বিশ্বের একাধিক দেশ উন্নত রোবট তৈরির দিকে নজর দিয়েছে। পিছিয়ে নেই ভারতও। ২০২০-তেই সামনে আসে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’-র তৈরি যন্ত্র মানবী ‘ব্যোম মিত্র’। মহাকাশে মানুষ পাঠানোর আগে এই যন্ত্র মানবীকে পাঠানো হবে জানিয়ে দিয়েছে ‘ইসরো’।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 
 

Tags:

Aida

Aida Robot

Robot

uk parliament robot address

uk parliament

humanoid robot


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর