img

Follow us on

Thursday, Mar 28, 2024

Recruitment: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, জানুন বিস্তারিত

বিজ্ঞপ্তি অনুসারে, ইন্ডিয়ান কোস্ট গার্ড ২৫৫ নাবিক পদে কর্মী  নিয়োগ করবে।

img

ভারতীয় উপকূলরক্ষী বাহিনী

  2023-01-31 16:32:12

মাধ্যম নিউজ ডেস্ক: আপনি কী সরকারি চাকরির জন্যে বসে আছেন? হন্যে হয়ে চাকরি খুঁজেও পাচ্ছেন না? তাহলে আপনার জন্যে রয়েছে সুখবর। সম্প্রতি কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী বা ইন্ডিয়ান কোস্ট গার্ড। বিজ্ঞপ্তি অনুসারে, ইন্ডিয়ান কোস্ট গার্ড ২৫৫ নাবিক পদে (জেনারেল ডিউটি এবং ডোমেস্টিক ব্রাঞ্চ) কর্মী  নিয়োগ করবে। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। আবেদনকারীরা ইন্ডিয়ান কোস্ট গার্ডের অফিসিয়াল ওয়েবসাইট joinindiancoastguard.cdac.injoinindiancoastguard.cdac.in-তে আবেদন করতে পারেন।

জেনে নিন এ বিষয়ে বিশেষ কিছু তথ্য:  

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ:

গত ২১ জানুয়ারি

আবেদন জমা নেওয়া শুরু হবে:

২০২৩ সালেপ ৬ ফেব্রুয়ারি 

আবেদন করার শেষ তারিখ:

২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি 

কবে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে?

সম্ভবত আগামী মার্চ মাসে 

কবে পরীক্ষা?

সম্ভবত চলতি বছরের মার্চ মাসে 

শূন্যপদ:

২৫৫ টি নাবিক পদে কর্মী নিয়োগ করা হবে। যার মধ্যে জেনারেল ডিউটি পদে ২২৫ এবং ডোমেস্টিক ব্রাঞ্চ পদে ৩০ টি শূন্যপদ রয়েছে।

বয়সসীমা:

সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে হলে প্রার্থীদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন: ক্ষতির মুখে আদানি গোষ্ঠী, তিন দিনেই হাওয়া ১১.৮ লক্ষ কোটি টাকা

শিক্ষাগত যোগ্যতা:

নাবিক (জেনারেল ডিউটি): প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে পদার্থবিদ্যা ও অঙ্ক সহ দ্বাদশ শ্রেণী পাশ করতে হবে।  
নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ): প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণী পাশ করতে পাশ করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া:

সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের স্টেজ ১, স্টেজ ২, স্টেজ ৩ এবং স্টেজ ৪-এর পারফরম্যান্সের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে। সেক্ষেত্রে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, শারীরিক ফিটনেস টেস্ট, মেডিকেল পরীক্ষা এবং তথ্য যাচাইকরণ করা হবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় দুটি বিভাগ থাকবে। সেকশন I-এ প্রতিটি ১ নম্বরের মোট ৬০টি প্রশ্ন থাকবে এবং অঙ্ক ও পদার্থবিদ্যা থেকে মোট ৫০ টি মাল্টিপেল চয়েস প্রশ্ন থাকবে সেকশন-2-এ।  

আবেদন ফি

আবেদন ফি ৩০০ টাকা। তবে এসসি, এসটি সহ বিশেষ বিভাগের প্রার্থীদের আবেদন ফি-তে ছাড় রয়েছে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

Tags:

Recruitment

Indian Coast Guard


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর