img

Follow us on

Thursday, Apr 25, 2024

Army Agniveer: ভারতীয় সেনা অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে, জানুন বিস্তারিত

প্রার্থীদের সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে হলে ১৭ থেকে ২১ বছরের মধ্যে বয়স হতে হবে

img

প্রতীকী ছবি

  2023-02-16 15:27:52

মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় সেনা ২০২৩ বর্ষে অগ্নিবীর (Army Agniveer) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতিমধ্যে সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি উপলব্ধ। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন। প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে। এই নিয়োগের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে ১৬ ফেব্রুয়ারি থেকে চলবে ১৫ মার্চ অবধি। শুধুমাত্র পুরুষরাই এই আবেদন করতে পারবেন। আশা করা যাচ্ছে, অগ্নিবীর নিয়োগের পরীক্ষা হবে চলতি বছরের ১৭ এপ্রিল। প্রার্থীদের সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে হলে ১৭ থেকে ২১ বছরের মধ্যে বয়স হতে হবে।
এই নিয়োগের আবেদন ফি ২৫০ টাকা। জানা গেছে, আগ্রা, আইজওয়াল, মিজোরাম, আলমোড়া, আমেঠি, বেরেলি, ব্যারাকপুর, বহরমপুর, কটক, লক্ষ্ণৌ, মীরাট, পীঠোগড়, রঙ্গপাহাড়, মনিপুর, সম্বলপুর, শিলিগুড়ি, বারাণসী, গোপালপুর, হামিরপুর সহ বিভিন্ন স্থানে অগ্নিবীর নিয়োগ করা হবে। 

আবেদনের ধাপ

প্রথমে ভারতীয় সেনার  অফিসিয়াল ওয়েবসাইট joinindianarmy.nic.in তে প্রবেশ করতে হবে। 

এরপর হোমপেজে এসে ক্লিক করতে হবে Agnipath অপশনে।

 তারপর সেখান থেকে Rally Notification এ ঢুকতে হবে। তখন পুরো বিজ্ঞপ্তিটি দেখা যাবে।

পরীক্ষার ধাপ 

জানা গেছে নিয়োগের পরীক্ষা দুটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে হবে লিখিত পরীক্ষা। Computer Based Test. সারা দেশের বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা হবে।

পরীক্ষার দ্বিতীয় ধাপে হবে শারিরীক সক্ষমতার পরীক্ষা। কার কোথায় শারিরীক সক্ষমতার পরীক্ষা হবে তখন তা জানিয়ে দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

অগ্নিবীর (Army Agniveer) (জেনারেল ডিউটি)

মাধ্যমিকে ৪৫ শতাংশ নম্বর সহ পাশ করতে হবে। যেখানে প্রতিটি বিষয়ে ৩৩%  নম্বর পেতে হবে। বোর্ডের গ্রেডের ক্ষেত্রে প্রত্যেক বিষয়ে নূন্যতম 'ডি' গ্রেড (৩৩%  থেকে ৪০%) অথবা প্রতিটি বিষয়ে ৩৩%  এবং সামগ্রিকভাবে "C2" গ্রেড অথবা সমতুল্য সর্বমোট ৪৫ শতাংশ পেতে হবে।

 

অগ্নিবীর (Army Agniveer) (টেকনিক্যাল)

পদার্থবিদ্যা, রয়ায়ন, অঙ্ক এবং ইংরেজি সহ বিজ্ঞান নিয়ে ১০+২ পরীক্ষা পাশ করতে হবে। সেক্ষেত্রে মোট৫০ শতাংশ নম্বর এবং প্রতিটি বিষয়ে ৪০ শতাংশ পেতে হবে।

 

অগ্নিবীর (Army Agniveer) (ক্লার্ক/স্টোরকিপার টেকনিক্যাল)

মোট ৬০ শতাংশ নম্বর নিয়ে যে কোনও বিভাগে দ্বাদশ শ্রেণী পাশ করতে হবে এবং প্রতিটি বিষয়ে ৫০ শতাংশ নম্বর পেতে হবে।

অগ্নিবীর (Army Agniveer) ট্রেডসম্যান (দশম পাশ)- প্রার্থীদের দশম শ্রেণী পাশ করতে হবে। মোট নম্বরের কোনও বাধ্যবাধকতা নেই তবে প্রতিটি বিষয়ে ৩৩ শতাংশ নম্বর পেতে হবে।

অগ্নিবীর (Army Agniveer) ট্রেডসম্যান (অষ্টম পাশ)- প্রার্থীদের অষ্টম শ্রেণী পাশ করতে হবে। মোট নম্বরের কোনও বাধ্যবাধকতা নেই তবে প্রতিটি বিষয়ে ৩৩ শতাংশ নম্বর পেতে হবে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।



Tags:

Army Agniveer


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর