Nadda in bengal: "বাংলার হারানো গৌরব ফেরাতে দৃঢ়প্রতিজ্ঞ", রাজ্য সফরে এসে নাড্ডা

দু দিনের বাংলা সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কলকাতা পৌঁছেছেন মঙ্গলবার রাতে। তার পর থেকে যোগ দিয়েছেন একের পর এক কর্মসূচিতে। বুধবার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তিনি।

পরে ঘুরে দেখেন বন্দে মাতরম ভবন। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় প্রমুখ।

বিজেপির সর্বভারতীয় সভাপতিকে স্বাগত জানাতে থিকথিকে ভিড় সর্বত্রই।

নাড্ডাকে স্বাগত জানাতে করা হয় পুষ্পবৃষ্টিও।

পরে চলে যান হুগলির চন্দননগরে। ঘুরে দেখেন রাসবিহারী বসু ইন্সটিটিউট। নাড্ডার সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য নেতৃত্বও।

শ্রদ্ধা জ্ঞাপন করেন মহান বিপ্লবী রাসবিহারী বসুকেও। তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন নাড্ডা।

মনোযোগ দিয়ে শোনেন রাসবিহারী বসুর নানা বিপ্লবী কর্মকাণ্ডের কথাও। বলেন, মহান স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর কর্মভূমিতে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, বাংলার গৌরব পুনঃস্থাপিত করতে আমরা সবাই দৃঢ়প্রতিজ্ঞ।
