New Parliament Building: সংবিধান হল, তিনটি প্রবেশপথ! আর কী কী রয়েছে নয়া সংসদে?

চারতলা এই নয়া সংসদ ভবনটি চৌষট্টি হাজার পাঁচশো বর্গমিটার এলাকা জুড়ে অবস্থান করছে।

গণতন্ত্রের পীঠস্থান ভারতবর্ষের ঐতিহ্য প্রদর্শনের জন্য একটি বিশাল সংবিধান হলও তৈরি করা হয়েছে।

নতুন সংসদ ভবনের তিনটি মূল প্রবেশদ্বার রয়েছে, জ্ঞানদার, শক্তিদ্বার, কর্মদ্বার।

লোকসভায় রয়েছে ৮৮৮টি আসনের ব্যবস্থা। অন্যদিকে রাজ্যসভায় বসতে পারবেন ৩০০ জন।
