img

Follow us on

Thursday, Mar 28, 2024

Jammu Kashmir: কাশ্মীরে মহিলাদের উপর নিপীড়ন চালাচ্ছে ভারত! ‘জবাবেরও অযোগ্য’, নস্যাৎ নয়াদিল্লির

পরিকল্পনা মাফিক বিদ্বেষ ছড়াতে চাইছে পাকিস্তান, বললেন রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ

img

বিলাবল ভুট্টো ও রুচিরা কম্বোজ।

  2023-03-09 11:06:37

মাধ্যম নিউজ ডেস্ক: কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি (Jammu & Kashmir) নিয়ে ভারতকে কোণঠাসা করার মরিয়া চেষ্টা করল পাকিস্তান (Pakistan)। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ শীর্ষক বিতর্কে পাক বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি উপত্যকার শান্তিশৃঙ্খলার প্রসঙ্গ তুলে ভারতকে কাঠগড়ায় তুলতে চেষ্টা করেন। যদিও তাঁর অভিযোগ নস্যাৎ করে নয়াদিল্লি। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ বলেন, ‘‘পাক বিদেশমন্ত্রীর ঘৃণ্য, ভিত্তিহীন মন্তব্য জবাব দেওয়ারই যোগ্য নয়।’’

পাকিস্তানের দাবি খারিজ ভারতের

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ‘নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক বিতর্কে’ জম্মু ও কাশ্মীরের প্রসঙ্গ তুলে বিলাবল অভিযোগ করেছিলেন, ভারতের রাষ্ট্রযন্ত্র কাশ্মীরের মহিলাদের উপর নিপীড়ন চালাচ্ছে! তারই জবাবে রুচিরা বলেন, ‘‘পরিকল্পনা মাফিক বিদ্বেষ ছড়াতে চাইছে পাকিস্তান।’’ সাম্প্রতিক সময়ে ক্রমাগত ভারতের বিরুদ্ধে সুর চড়িয়ে যাচ্ছেন বিলাবল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করেছেন তিনি।  ফেব্রুয়ারিতে পাক সরকার আয়োজিত ‘কাশ্মীর সংহতি দিবস’ কর্মসূচিতে ভারতকে আক্রমণ করে বিলাবল বলেন, “কাশ্মীরিদের নিজভূমেই একঘরে করে দেওয়া হয়েছে। কাশ্মীর উপত্যকায় পরিকল্পনামাফিক অন্যান্য রাজ্যের বাসিন্দাদের বসতি স্থাপনের সুযোগ করে দিচ্ছে ভারত সরকার। এর ফলে কাশ্মীরের ভূমিপুত্রদের অধিকার খর্ব হচ্ছে।’’

আরও পড়ুন: কেষ্টকে জেরা করতে গঠন ৬ সদস্যের বিশেষ দল! কী কী প্রশ্ন করবে ইডি?

জম্মু-কাশ্মীর নিয়ে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টোর মন্তব্যের  তীব্র প্রতিক্রিয়া জানানো হয় ভারতের তরফে। মঙ্গলবার রাষ্ট্রসংঘে ভারতের  প্রতিনিধি রুচিরা কম্বোজ পাক মন্ত্রীর বক্তব্যকে 'ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বলে কটাক্ষ করেন। পাক মন্ত্রী বিলাবল ভুট্টো ভারতের অবিচ্ছেদ্য অংশ জম্মু কাশ্মীর নিয়ে যে মন্তব্য করেন, তা ভারতের তরফে খারিজ করা হচ্ছে বলে স্পষ্ট জানিয়ে দেন রুচিরা। জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তান যে মিথ্যাচার করছে, তার জবাব দেওয়ার অযোগ্য বলে ভারত মনে করে। মঙ্গলবার রাষ্ট্রসংঘে এমনই জানান ভারতের প্রতিনিধি রুচিরা কম্বোজ।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

pakistan

Bilawal Bhutto Zardari

Unsc

crime against women

Jammu and Kashmi


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর