img

Follow us on

Friday, Sep 20, 2024

RG Kar Protest: আরজি করকাণ্ডের প্রতিবাদের ঝড় আছড়ে পড়ল হলিউডেও, আন্দোলনে প্রবাসীরা

Hollywood: আরজি করের আন্দোলনের ঢেউ এবার হলিউডে, কী দাবি জানালেন বিক্ষোভকারীরা?

img

আরজি করকাণ্ডে হলিউডে প্রতিবাদ আন্দোলন (সংগৃহীত ছবি)

  2024-08-20 20:09:42

মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করকাণ্ডে (RG Kar Protest) দোষীদের শাস্তির দাবিতে মিছিল চলছে কলকাতা থেকে শুরু করে শহরতলির বিভিন্ন রাস্তায়। নৃশংসতার প্রতিবাদে স্বাধীনতা দিবসের আগের রাতে অর্থাৎ ১৪ অগাস্ট কলকাতা সহ রাজ্যজুড়ে নেওয়া হয় রাত দখলের এক কর্মসূচি। এবার সেই আন্দোলনে নাম লেখালে হলিউডও। তিলোত্তমার মর্মান্তিক ঘটনা নাড়িয়ে দিয়েছে কলকাতা থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত সবাইকে। 'তিলোত্তমা'র ওপর যে বর্বর অত্যাচারের ঘটনা ঘটে গিয়েছে, তাতে গোটা দেশ যেমন গর্জে উঠেছে, তেমনই মার্কিন মুলুকে থাকা প্রবাসী ভারতীয়রাও পথে নেমেছেন।

হলিউড পার্কে প্রতিবাদ (RG Kar Protest)

গত ১৮ অগাস্ট লস অ্যাঞ্জেলস এবং লস অ্যাঞ্জেলসের নিকটবর্তী এলাকার প্রবাসী ভারতীয়রা, বিশেষত বাঙালিরা জড়ো হয়েছিলেন জনপ্রিয় লেক হলিউড পার্কে। তাঁদের কারও হাতে ছিল কালো পতাকা, কারও হাতে ছিল 'WE WANT JUSTICE' লেখা পোস্টার। আবার কোনও পোস্টারে লেখা ছিল, 'JUSTICE DELAYED IS JUSTICE DENIED'। লস অ্যাঞ্জেলসের সেই বাঙালিরা বলেন, শুধু এই একটা দিন নয়, প্রবাসের চরম ব্যস্ত জীবনের মধ্যেও তাঁরা তাঁদের এই প্রতিবাদ জারি রাখবেন ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না তিলোত্তমার ওপর হওয়া বর্বরতার সুবিচার মেলে। কলকাতার আরজি কর হাসপাতালে মহিলা ট্রেনি চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে জেলায় জেলায়- হাসপাতালে হাসপাতালে বিক্ষোভ চলছে। সুবিচার ও নিরাপত্তার দাবিতে, প্রতিবাদে (RG Kar Protest) শামিল হয়েছেন বিভিন্ন সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররাও। তাঁদের কর্মবিরতি চলছে এখনও।

আরও পড়ুন: ‘‘আমাদের আগে ৩টি বডি ছিল’’! দাবি নির্যাতিতার বাবার, সৎকারে কেন তৎপর পুলিশ?

টলিউড-বলিউডের অভিনেতারা সরব

প্রসঙ্গত, হলিউডে (Hollywood) প্রবাসী ভারতীয়দের প্রতিবাদের (RG Kar Protest) আগে ভারতে টলিউড-বলিউডের অভিনেতারা প্রতিবাদে সোচ্চার হয়েছেন। টলিউড অভিনেতা-অভিনেত্রীরা প্রকাশ্যেই রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করেছিলেন। বলিউডজুড়ে বয়ে গিয়েছে নিন্দার ঝড়। জানা গিয়েছে, বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এখন কন্যা সন্তানের মা। অভিনেত্রী ইনস্টাগ্রামে লেখেন, আরও একটা ধর্ষণ, বুঝতে পারছি মেয়েরা কোথাও সুরক্ষিত নয়। এক দশক আগে নির্ভয়াকাণ্ড নাড়া দিয়েছিল। আবার একই ঘটনা, কিছুই বদলায়নি। মহিলারা কীভাবে আমাদের কর্মস্থলে যাবে? এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মহিলাদের সুরক্ষা আসলে তাদের নিজেদের হাতেই তুলে নিতে হবে। অভিনেতা আয়ুষ্মান খুরানাও প্রতিবাদ করেছেন নৃশংস এই ঘটনার। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

hollywood

Madhyom

West Bengal

bangla news

Bengali news

RG Kar Incident

rg kar protest


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর