img

Follow us on

Wednesday, Dec 11, 2024

PM Modi: ভারত-মরিশাস সম্পর্ক আরও দৃঢ় হওয়ার আশা, বন্ধু রামগুলামকে জয়ের জন্য অভিনন্দন মোদির

Mauritius: অভিনন্দন মোদির, হিন্দু সংখ্যাগরিষ্ঠ মরিশাসের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন নবীন রামগুলাম...

img

নবীন রামগুলামকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ফাইল ছবি

  2024-11-12 10:15:19

মাধ্যম নিউজ ডেস্ক: মরিশাসের প্রধানমন্ত্রী নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের জন্য বন্ধু নবীন রামগুলামকে (Navin Ramgoolam) অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিন্দু-সংখ্যাগরিষ্ঠ মরিশাসের সঙ্গে বরাবরই ভারতের সুসম্পর্ক রয়েছে। এই দ্বীপরাষ্ট্রের প্রায় ৭০ শতাংশ মানুষই ভারতীয় বংশোদ্ভূত। নবীন রামগুলামকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী মোদি আশা করেছেন ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে। মানুষের স্বার্থে দুই দেশের জনগনের জন্য একে অপরের হাতে হাত রেখে নানা কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। 

ভারতে আসার আমন্ত্রণ

রবিবার দেশের পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন সিউওসাগুর রামগুলামের ছেলে নবীন রামগুলাম। দেশের স্বাধীনতার জন্য এই পরিবার যথেষ্ট ত্যাগ করেছে। এর আগে, ১৯৯৫ থেকে ২০০০ এবং ২০০৫ থেকে ২০১৪ দেশের প্রধানমন্ত্রী ছিলেন নবীন রামগুলাম। তিনি হারান দেশের বর্তমান প্রধানমন্ত্রী প্রবীন্দ জুগনাউথকে। রামগুলামকে জয়ের জন্য অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী মোদি এক্স প্ল্যাটফর্মে লেখেন ‘‘আমার বন্ধু ডক্টর নবীন রামগুলামের সঙ্গে কথা হল। আমি ওঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছি। মরিশাসকে নেতৃত্ব দিয়ে ও যাতে সাফল্য পায় তা কামনা করছি। রামগুলামকে ভারতে আমন্ত্রণও জানিয়েছি।‘‘

মরিশাসের সঙ্গে সম্পর্ক 

১৯৬৮ সালে স্বাধীনতা লাভের পর থেকেই ভারতের সঙ্গে মরিশাসের সম্পর্ক গভীর। মরিশাসের অর্থনীতি মূলত পর্যটন শিল্প ও টেক্সটাইল শিল্পের উপর নির্ভরশীল। এই দেশের অধিকাংশ পর্যটক ভারতের। প্রধানমন্ত্রী মোদি জানান, মরিশাসের নয়া সরকারের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। নির্বাচনে জয়লাভের জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী রামগুলাম। তিনি বলেন, ‘‘দেশবাসী আমাকে ফের দায়িত্ব দেওয়ায় আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ। যে কোনও উপায়ে দেশের মানুষের সেবা করাই আমার কাজ।‘‘ বিদায়ী প্রধানমন্ত্রী প্রবীন্দ জুগনাউথ বলেন, ‘‘দেশের নেতৃত্ব দেওয়ার জন্য জনগণ আরেকটি দল বেছে নিয়েছে। আমাদের অবশ্যই এই নির্বাচনকে সম্মান করতে হবে।‘‘ 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

PM Modi

bangla news

Mauritius

Navin Ramgoolam

India-Mauritius Relation


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর