img

Follow us on

Friday, Jan 24, 2025

Plane Crash: কাজাখস্তানের পরে দক্ষিণ কোরিয়া, ১৮১ জনকে নিয়ে ভেঙে পড়ল বিমান, জীবিত মাত্র ২!

South Korea Flight: রানওয়ের মাটি ছোঁয়ার আগেই নিয়ন্ত্রণ হারান পাইলট, দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে ভেঙে পড়ল বিমান  

img

মুয়ান বিমানবন্দরে ভেঙে পড়েছে বিমান (সংগৃহীত ছবি)

  2024-12-29 11:32:19

মাধ্যম নিউজ ডেস্ক: কাজাখস্থানের পর এবার দক্ষিণ কোরিয়া! ভেঙে পড়ল বিমান (Plane Crash)। দক্ষিণ কোরিয়ার মুয়ান নামের একটি বিমানবন্দরে ১৮১ জনকে নিয়ে এই বিমান ভেঙে পড়ে। জানা গিয়েছে, বিমানটি ঠিক মাটি ছোঁয়ার আগেই রানওয়ের ওপরেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট (South Korea Flight)। তখনই একটি দেওয়ালের সঙ্গে ধাক্কা খায় বিমানটি। মুহূর্তের মধ্যে তাতে আগুন ধরে যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গিয়েছে, ওই বিমানের ১৭৯ জনেরই মৃত্যুর হয়েছে। বেঁচে ফিরেছেন মাত্র ২ জন। প্রসঙ্গত, ১৮১ জনের মধ্যে ১৭৫ জন ছিলেন যাত্রী ও বাকি ৬ জন বিমানকর্মী।

ব্যাঙ্কক থেকে মুয়ান শহরে আসছিল বিমানটি (Plane Crash)

বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কোরিয়ার এই বিমান ব্যাঙ্কক থেকে মুয়ান শহরে আসছিল। রবিবারে মুয়ান বিমানবন্দরে অবতরণের (Plane Crash) সময় দুর্ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গিয়েছে, বিমানের আগুন নেভানো হয়েছে। দুর্ঘটনার ছবি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যম জুড়ে। মুয়ান বিমানবন্দরের আকাশেও দেখা যাচ্ছে একেবারে কালো ধোঁয়া। 

জরুরি বৈঠকে সরকার (Plane Crash)

বিমান দুর্ঘটনার খবর পেতেই দক্ষিণ কোরিয়ার সরকার জরুরি বৈঠকে বসেছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ১৭৯ জনের মৃত্যুর খবর সেদেশের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে মিলেছে। সেখানকার দমকলকর্মী বা উদ্ধারকর্মীরা এখনও আনুষ্ঠানিকভাবে মৃতের সংখ্যা জানায়নি।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

bangla news

Plane Crash

madhyom news

news in bengali

South Korea Flight

Plane Crash South Korea


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর