img

Follow us on

Wednesday, Jan 15, 2025

Joe Biden: সাজা প্রাপ্ত ৪০ জন অপরাধীর মধ্যে ৩৭ জনের জনের মৃত্যুদণ্ড মকুব বাইডেনের

Death Penalty: ৩৭ জন অপরাধীর মৃত্যুদণ্ড মাপ! ট্রাম্প গদিতে বাসার আগেই ইঙ্গিতপূর্ণ সিদ্ধান্ত বাইডেনের…

img

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সংগৃহীত চিত্র।

  2024-12-24 19:42:20

মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) সোমবার যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড (Death Penalty) প্রাপ্ত ৪০ জন অপরাধীদের মধ্যে ৩৭ জনের জনের মৃত্যুদণ্ড মকুব করেছেন। একটি বিবৃতি দিয়ে তিনি বলেন, “আমার এই সিদ্ধান্তের জন্য কোনও ভুল বুঝবেন না। আমি এই খুনিদের নিন্দা জানাই, তাদের ঘৃণ্য কাজের শিকার হওয়া ব্যক্তিদের জন্য শোক জানাই। এই অকল্পনীয় এবং অপূরণীয় ক্ষতির শিকার সমস্ত পরিবারের জন্য দুঃখ প্রকাশ করছি।”

ট্রাম্প দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার আগেই বাইডেনর ঘোষণা(Joe Biden)

একজন জনপ্রতিনিধি হিসাবে বাইডেন (Joe Biden) নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, “আমি আগের চেয়ে আরও বেশি নিশ্চিত যে আমাদের অবশ্যই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় মৃত্যুদণ্ডের ব্যবহার বন্ধ হয়ে যাবে। আমি বিবেকের কাছে ঠিক থাকতে চাই। আমি সকলের পাশে দাঁড়াতে চাই। তবে নতুন প্রশাসনকে মৃত্যুদণ্ড আবার শুরু করতে পারে।” মৃত্যুদণ্ডের সমর্থনকারী প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার এক মাসেরও কম সময় আগে বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন এই ভাবে শাস্তি মকুবের পরিকল্পনা করেছেন। এটা অনেক ইঙ্গিতপূর্ণ।

আরও পড়ুনঃ চার স্ত্রী রাখার ফতোয়া নাকচ করেছে রাশিয়ারই প্রগতিশীল মুসলিম গোষ্ঠী

কোন তিন বন্দির মৃত্যুদণ্ড মাপ হয়নি?

ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টারের তরফে বলা হয়েছে, আমাদের সংস্থা অলাভজনক সংস্থা। আমাদের লক্ষ্য মিডিয়া, নীতিনির্ধারকদের সেবা করা। মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে মৃত্যুদণ্ডের (Death Penalty) সাজাপ্রাপ্ত বন্দি-সহ সব মিলিয়ে ২২৫০ জন বন্দি রয়েছে। ৪০ জনের মধ্যে ৩৭ জনের ফাঁসি মকুব করা হয়েছে। আর বাকি তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ এবং ঘৃণ্য গণহত্যার অভিযোগ আনা হয়েছে। এই ৩ জনের মধ্যে জোখার সারনায়েভ এক জন। সে ম্যাসাচুসেটসে ২০১৩ সালের বোস্টন ম্যারাথন বোমা হামলা চালিয়েছিল। যাতে তিনজন নিহত হয়েছিল। দ্বিতীয় ব্যক্তি হল ডিলান রুফ। সে ২০১৫ সালে চার্লসটন, সাউথ ক্যারোলিনার একটি গির্জায় নয়জন উপাসককে হত্যা করেছিল। আর এক আসামী হল রবার্ট বোয়ার্স, যে ২০১৮ সালে পেনসিলভানিয়ার পিটসবার্গের একটি সিনাগগে ১১ জনকে হত্যা করেছিল।

বাইডেন (Joe Biden), একজন ক্যাথলিক, মৃত্যুদণ্ডের ব্যবহারের বিরোধিতা করেছেন এবং তাঁর প্রশাসন যুক্তরাষ্ট্রীয় মৃত্যুদণ্ডের ওপর স্থগিতাদেশ আরোপ করেছে। হোয়াইট হাউস রাষ্ট্রপতির সিদ্ধান্ত ব্যাখ্যা করে একটি নোটে বলেছেন, “তাঁর আজকের পদক্ষেপ পরবর্তী প্রশাসনকে মৃত্যুদণ্ড কার্যকর করতে বাধা দেবে, যা বর্তমান নীতি ও অনুশীলনের অধীনে হস্তান্তর করা হবে না।”

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

joe biden

Madhyom

bangla news

Bengali news

death penalty

news in bengali

convicted criminal


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর