img

Follow us on

Wednesday, Dec 11, 2024

Weather Update: শীতের পথে বাধা ঘূর্ণিঝড়! তামিলনাড়ুর আট জেলায় দুর্যোগের আশঙ্কা, বঙ্গে কী পূর্বাভাস?

Cyclone Fengal: বুধেই বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়! তামিলনাড়ুতে বন্ধ স্কুল-কলেজ, বাংলায় কতটা প্রভাব?...

img

ঘূর্ণিঝড়ের সতর্কতা তামিলনাড়ু উপকূলে। সংগৃহীত চিত্র

  2024-11-27 12:49:54

মাধ্যম নিউজ ডেস্ক: বাংলায় এখন শীতের আমেজ (Weather Update)। প্রতিদিন একটু একটু করে পারদ নামছে। এর মধ্যেই ফের নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের (Cyclone Fengal) ফাঁড়া। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ বুধবারই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে তাদের পূর্বাভাস, আগামী দু’দিনে ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর এবং উত্তর-পশ্চিমে তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হবে। ঘূর্ণিঝড়টি তৈরি হলে তার নাম হবে ‘ফেনজল’। নামকরণটি করেছে সৌদি আরব। তবে বাংলায় সরাসরি দুর্যোগের প্রভাব পড়বে না। তবে, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, সাগরে ঘনীভূত দূর্যোগের প্রভাবে পারদ পতনের যে ঝোঁক দেখা যাচ্ছিল তা কিছুটা ধাক্কা খাবে।

অন্ধ্রে নিম্নচাপের প্রভাব

নিম্নচাপের প্রভাবে আগামী দু’-তিন দিন তামিলনাড়ুর আট জেলায় দুর্যোগ (Cyclone Fengal) চলার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তামিলনাড়ুর আঞ্চলিক আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে চেন্নাই, ময়িলাদুথুরাই, তিরুভারুর, নাগাপট্টিনম, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, চেঙ্গলপেট এবং কাড্ডালোর জেলায়। ইতিমধ্যেই এই আট জেলায় সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। নাগাপট্টিনম, তিরুভারুরের মতো উপকূলবর্তী জেলায় মঙ্গলবার থেকেই আবহাওয়া পরিস্থিতির অবনতি হয়েছে। তাই মঙ্গলবার থেকেই সেখানে স্কুল-কলেজ বন্ধ।

বঙ্গে শীতল হাওয়ার দাপট

বঙ্গজুড়ে এখন মনোরম শীতল আবহাওয়া (Cyclone Fengal)। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের পাঁচটি পার্বত্য জেলায় ঠান্ডার আমেজ বেশি। মাঝে মাঝে হালকা বৃষ্টি (Weather Update) হচ্ছে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। আপাতত শীতের আমেজ থাকছে। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নভেম্বরে নেই। হাওয়া অফিস সূত্রে খবর, সাগরের ঘনীভূত দূর্যোগের থেকে এই রাজ্যের উপকূলের দূরত্ব অনেক বেশি। তাই দক্ষিণ বঙ্গোপসাগরে এই নিম্নচাপের প্রভাব সরাসরি পড়ছে না বাংলায়। তবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস মতো বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা রাজ্যের দু-এক জেলায়। সপ্তাহান্তে ৩০ নভেম্বর শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলে। হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার মতো উপকূলের জেলাগুলিতে। বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা কম হলেও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা মেঘের সঞ্চার হতে পারে। 

কলকাতার তাপমাত্রা

হাওয়া অফিস (Weather Update) সূত্রে খবর, শহরে শীতের আমেজ থাকবে। বুধবার সকালেও নেমেছে পারদ। স্বাভাবিকের এক ডিগ্রি নিচে তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রির ঘরে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের তিন ডিগ্রি নিচে। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫১ থেকে ৮৮ শতাংশ। মেঘলা আকাশে দিনের তাপমাত্রা কমলেও বাড়বে রাতের তাপমাত্রা।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

Weather Update

South Bengal Weather

temperature

bangla news

kolkata weather

West Bengal Weather update

North Bengal weather

Rain Forecast

Deep Depression

Storm Alert

Cyclone Fengal


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর