img

Follow us on

Thursday, Sep 19, 2024

Mahua Moitra: আজ মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ করতে চলেছে এথিক্স কমিটি!

মহুয়া-কাণ্ডে আজ বসছে এথিক্স কমিটির বৈঠক, কী হবে সেখানে? তাকিয়ে রাজনৈতিক মহল...

img

মহুয়া মৈত্র (ফাইল ছবি)

  2023-11-09 12:26:35

মাধ্যম নিউজ ডেস্ক: সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে মহুয়া মৈত্রর (Mahua Moitra) সাংসদ পদ খারিজ করার সুপারিশ করতে চলেছে লোকসভার এথিক্স কমিটি! বৃহস্পতিবার রয়েছে কমিটির বৈঠক। তার আগে সূত্র মারফত এই খবর জানা গিয়েছে। সূত্রের খবর, মোট ৫০০ পাতার রিপোর্টে মহুয়া মৈত্রর বিরুদ্ধে লোকসভার সাংসদ পদ খারিজের পাশাপাশি তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা চালানোর সুপারিশও করা হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, মহুয়া মৈত্রর বিরুদ্ধে কঠিন শাস্তির আবেদন জানিয়েছে এথিক্স কমিটি। মহুয়া মৈত্রর কাজকে 'আপত্তিকর' এবং 'অনৈতিক' আখ্যা দিতে চলেছে কমিটি।

স্পিকারের কাছে রিপোর্ট দেওয়া হবে

প্রসঙ্গত, দুবাই-কেন্দ্রিক ব্যবসায়ী দর্শন হীরানন্দানির কাছ থেকে অর্থ এবং অন্যান্য সুবিধার বিনিময়ে সংসদে প্রশ্ন করেন মহুয়া, এই তথ্য সামনে আসতেই হৈচৈ শুরু হয় দেশজুড়ে। এরপরেই লোকসভার এথিক্স কমিটি তদন্ত শুরু করে। তলব করা হয় কৃষ্ণনগরের সাংসদকে (Mahua Moitra)। তবে সেখানেও মহুয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে আপত্তিকর শব্দ প্রয়োগ করার। সূত্রের খবর, লোকসভার শীতকালীন অধিবেশনেই স্পিকারের কাছে মহুয়ার বিরুদ্ধে রিপোর্ট জমা দেওয়া হবে। অন্যদিকে মহুয়া মৈত্রর বিরুদ্ধে ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্নকাণ্ড যিনি প্রথম সামনে এনেছিলেন, সেই নিশিকান্ত দুবের দাবি, লোকপালের নির্দেশে মহুয়া মৈত্রর বিরুদ্ধে সিবিআই তদন্ত হবে। প্রসঙ্গত লোকপাল হল একটি প্রতিষ্ঠান যা দেশের আইনসভার সদস্য তথা সরকারি আধিকারিকদের বিরুদ্ধে আনা দুর্নীতির তদন্ত করে থাকে।

মহুয়ার বিরুদ্ধে মামলা দিল্লি পুলিশের কাছেও!

অন্যদিকে মহুয়ার (Mahua Moitra) বিরুদ্ধে অন্য একটি অভিযোগ এনেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহাদ্রহাই। এই মর্মে দিল্লি পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী। বিনা আমন্ত্রণে মহুয়া মৈত্র তাঁর বাড়িতে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ আইনজীবীর। অন্যদিকে এক হলফনামায় শিল্পপতি হিরানন্দানি নিজেই দাবি করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বদনাম করতে, আদানি গ্রুপকে নিশানা করছিলেন মহুয়া। আদানি গোষ্ঠীকে চাপে ফেলার জন্যই প্রশ্ন তৈরি করে দিত হিরানন্দানি গোষ্ঠী। জানা গিয়েছে, সংসদে ৬৩টি প্রশ্ন করেন মহুয়া। তার মধ্যে ৫০টি প্রশ্নই দর্শন হিরানন্দানি গোষ্ঠী লিখে দিয়েছিল। এর পাশাপাশি নিজের  লগ-ইন আইডিও হীরানন্দানি গ্রুপকে দিয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

Tags:

cbi

Madhyom

bangla news

Bengali news

Mahua Moitra

nishikant dubey

Darsha Hiranandani

Ethics Committe in parliament

Report of ethics committe on mahua issue


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর