img

Follow us on

Monday, Nov 11, 2024

Sky Marshal: বোমাতঙ্ক-ছিনতাইয়ের হুমকি! এবার বিমানেই থাকবেন কমান্ডোরা, ভাবনা এনএসজি-র

NSG: সংবেদনশীল রুটে অসামরিক বিমানের নিরাপত্তা প্রদানের ভাবনা এনএসজির, কী ব্যবস্থা নেওয়া হবে?

img

বিমানে স্কাই মার্শাল মোতায়েনের সিদ্ধান্ত এনএসজি-র। ছবি— সংগৃহীত।

  2024-10-17 15:07:40

মাধ্যম নিউজ ডেস্ক: দেশের অসামরিক বিমানগুলির নিরাপত্তা বাড়াতে স্কাই মার্শাল মোতায়েন করার সিদ্ধান্ত নিল এনএসজি। যে সমস্ত অসামরিক বিমান দেশের বিভিন্ন সংবেদনশীল অঞ্চলে যায়, তাদের নিরাপত্তা বাড়াতে এই স্কাই মার্শাল বা সশস্ত্র কমান্ডোদের গোপনে মোতায়েন করা হবে। আন্তঃদেশীয় এবং আন্তর্জাতিক - উভয় রুটেই এই স্কাই মার্শালদের মোতায়েন করা হবে। সরকারি সূত্রে খবর, 'ব্ল্যাক ক্যাট' কমান্ডোদের ৫২ স্পেশাল অ্যাকশন গ্রুপ (এসএজি) থেকে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কর্মীদের এর জন্য নিয়োগ করা হবে। 

বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী নিয়োগ

দেশে সন্ত্রাস মোকাবিলায় ১৯৮৪ সালে ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি গঠন করা হয়। তাদের ভিতর থেকেই বিশেষভাবে কাউন্টার-হাইজ্যাক মিশনের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় আরও একটি দলকে। এরা বিশেষত বিমান-সুরক্ষার দায়িত্বেই মোতায়েন থাকে। জাতীয় সুরক্ষা গার্ড (এনএসজি) 'স্কাই মার্শাল'-এর সংখ্যা বর্তমানে ৪০। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই সংখ্যা বাড়িয়ে ১১০-এরও বেশি করা হবে বলে খবর। এই কমান্ডোরা ভারতীয় বিমান সংস্থাগুলিতে বিচক্ষণতার সঙ্গে কাজ করবে, গোপন অস্ত্র এবং বিশেষ সরঞ্জাম নিয়ে এঁরা সাধারণ যাত্রীদের সঙ্গে মিশে যাবে। তাঁদের প্রাথমিক ভূমিকা হল হাইজ্যাকারদের বিরুদ্ধে লড়াই করা এবং সম্ভাব্য হুমকির সময় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা। 'স্কাই মার্শাল'-দের পরিচয় গোপন রাখা হয় এবং কেবলমাত্র ফ্লাইটের পাইলট ইন কমান্ড (পিআইসি) তাঁদের চেনেন।

আরও পড়ুন: যত নষ্টের গোড়া ট্রুডো! নিজ্জর খুনে কানাডার প্রধানমন্ত্রীকে তুলোধনা ভারতের

কেন স্কাই মার্শাল নিয়োগ

সন্ত্রাসী হামলা বা অপহরণ ঠেকাতে বাণিজ্যিক বিমানে নিযুক্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের স্কাই মার্শাল বলা হয়। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে পরিচালিত হয় ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি। তারাই স্কাই মার্শালদের তৈরি করে। সারা বিশ্বে বিমান অপহরণের ঘটনা ক্রমে বাড়ছে। তাই এই বাহিনী বাড়ানোর চিন্তা করা হয়েছে। দেশের ভিতরে পশ্চিমমুখী বিমানে স্কাই মার্শালের সংখ্যা বেশি। দেশের বাইরেও বিভিন্ন রুটে স্কাই মার্শাল নিয়োগ করা হয়। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Home Ministry

National Security Guard

sky marshals


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর