img

Follow us on

Friday, Mar 31, 2023

UP Encounter: উত্তরপ্রদেশ পুলিশের এনকাউন্টারে খতম উমেশ পাল হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত

জানা গিয়েছে, প্রথমে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ওসমানই। পুলিশ পালটা জবাব দিলে গুলির লড়াইতে মৃত্যু হয় ওই দুষ্কৃতীর।

img

উত্তরপ্রদেশ এনকাউন্টার

  2023-03-06 14:49:47

মাধ্যম নিউজ ডেস্ক: যোগীরাজ্যে পুলিশি এনকাউন্টারে (UP Encounter) খতম শ্যুটার বিজয় কুমার ওরফে ওসমান চৌধুরী। ঘটনাটি ঘটেছে প্রয়াগরাজের কাউন্দিয়ারা থানা এলাকায়। প্রসঙ্গত, বিএসপি বিধায়কের রাজু পালের খুনের প্রধান সাক্ষী ছিলেন তাঁর বন্ধু উমেশ পাল। গত ২৪ ফেব্রুয়ারি নিজের গাড়ির সামনেই খুন হন তিনি। উমেশ পাল হত্যা মামলায় মূল অভিযুক্ত ছিল এই ওসমান। উমেশ পাল ও তাঁর দেহরক্ষী কনস্টেবলের উপর ওসমান গুলি চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে। সোমবার ভোরে ওসমানকে ধরতে কাউন্দিয়ারা থানা এলাকায় অভিযান চালায় উত্তরপ্রদেশ পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। জানা গিয়েছে, প্রথমে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ওসমানই। পুলিশ পালটা জবাব দিলে গুলির লড়াইতে মৃত্যু হয় ওই দুষ্কৃতীর।

আরও পড়ুন: কাটল জট! কেষ্টকে কলকাতায় আনার দায়িত্ব রাজ্য পুলিশেরই, নির্দেশ সিবিআই আদালতের   

কে এই ওসমান চৌধুরী? 

সূত্রের খবর, ২০০৫ সালে উত্তরপ্রদেশে বিএসপি বিধায়ক রাজু পাল খুনের অভিযোগ উঠেছিল প্রাক্তন সাংসদ আতিক আহমেদের বিরুদ্ধে। সেই মামলার প্রধান সাক্ষী ছিলেন রাজুর বন্ধু উমেশ পাল। সেই কারণে একাধিকবার প্রাণঘাতী হামলার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। নিরাপত্তার স্বার্থে উমেশের জন্য দু’জন দেহরক্ষীও নিয়োগ করে প্রশাসন। কিন্তু শেষরক্ষা হয়নি। নিজের গাড়ির সামনেই সাতটি গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয় উমেশের শরীর। খুনের অভিযোগ ওঠে আরবাজ ও উসমানের বিরুদ্ধে। আরবাজকেও কয়েকদিন আগে এনকাউন্টারে (UP Encounter) নিকেশ করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। এবার সেই তালিকায় যোগ হল আরেক উসমানের নামও। যদিও মূল ঘটনার নেপথ্যে থাকা সমাজবাদী পার্টির সাংসদ আতিক আহমেদ এখনও অধরা।

 

উমেশ হত্যায় অপরাধীদের ছাড়বেন না বলে হুশিয়ারি দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সম্প্রতি তিনি বলেছিলেন, ওই ঘটনায় অভিযুক্তদের তিনি মাটিতে মিশিয়ে দেবেন। সোমবার উমেশের অন্যতম হত্যাকারীকে এনকাউন্টারে শেষ করার খবর দিয়েছেন যোগীর ঘনিষ্ঠ এক বিজেপি বিধায়ক। তিনি জানিয়েছেন, উত্তরপ্রদেশের এই ঘটনায় এনকাউন্টারে মৃত ওই যুবকের নাম উসমান ওরফে বিজয় চৌধুরী। এই নিয়ে উমেশ হত্যার পর উত্তরপ্রদেশ পুলিশের দ্বিতীয় এনকাউন্টার (UP Encounter) এটি। এর আগে খুনিদের ব্যবহৃত এসইউভি গাড়ির চালককে এনকাউন্টারে মেরেছিল উত্তরপ্রদেশ পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় গ্রেফতারও করা হয়েছে একজনকে। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

 
 

  

Tags:

dead

UP Encounter


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর