December 1: ১ ডিসেম্বর থেকে কী কী নিয়মে বদল আসছে জানেন?
ক্রেডিট কার্ড (বাঁদিকে), রান্নার সিলিন্ডার (ডানদিকে) (ফাইল ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: ডিসেম্বর মাসের শুরুতেই আর্থিক ক্ষেত্রে বেশ কিছু নিয়মে বদল (Rule Changes) আনা হচ্ছে। এই আর্থিক পরিবর্তনের সরাসরি প্রভাব প্রতিটি বাড়িতে দেখা যাবে। নতুন মাসের প্রথম তারিখ (December 1) থেকে এই প্রধান পরিবর্তনগুলির মধ্যে রয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের (LPG Cylinder) দামে সংশোধন। এছাড়া এসবিআই-এর ক্রেডিট কার্ডের (Credit Card) ব্যবহার ও টেলিকম সংস্থার মাধ্যমে আসা ওটিপির ক্ষেত্রেও নিয়ম বদলাচ্ছে। সমস্যা এড়াতে আগে ভাগে এব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নিন।
ফোনে ওটিপির নিয়মে বদল (Rule Changes)
আগামী ১ ডিসেম্বর (December 1) থেকে এসএমএস পাঠানোর (Credit Card) ক্ষেত্রে এবং ফিশিং আক্রমণ প্রতিহত করতে বড়সড় পদক্ষেপ করতে চলেছে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অর্থাৎ ট্রাই (TRAI)। সব বেসরকারি টেলিকম সংস্থা যেমন জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, এমনকী রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল-কেও আগামী ১ ডিসেম্বর থেকে ট্রেসেবিলিটি নিয়ম গুলি (Rule Changes) কার্যকর করতে বলা হয়েছে।
ট্রাই-এর নিয়ম অনুসারে ১ ডিসেম্বর (December 1) থেকে নতুন নিয়ম কার্যকর করতে পারে টেলিকম সংস্থাগুলি। এই নিয়ম পরিবর্তনের উদ্দেশ্য হল টেলিকম সংস্থাগুলির পাঠানো সমস্ত মেসেজগুলি শনাক্তযোগ্য হবে, যাতে ফিশিং এবং স্প্যামের ঘটনাগুলি বন্ধ করা যায়। নতুন নিয়মের কারণে গ্যাসের গ্রাহকরা ওটিপি ডেলিভারিতে বিলম্বের সম্মুখীন হতে পারেন। তাই, আপনাকে ওটিপি -এর জন্য অপেক্ষা করতে হবে।
তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসের ১ তারিখে এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করে। এর আগে গত অক্টোবর মাসে ১৬ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল। তবে বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি। তবে আগামী ১ ডিসেম্বর থেকে বাড়িতে ব্যবহারকারী সিলিন্ডারের দাম এবার দাম সংশোধিত হতে পারে বলে মনে করা হচ্ছে।
আগামী ১ ডিসেম্বর (December 1) থেকে এসবিআই ক্রেডিট কার্ডের (Credit Card) নিয়মেও বদল আনা হচ্ছে। ডিজিটাল গেমিং প্ল্যাটফর্ম কিংবা ব্যবসা সম্পর্কিত লেনদেনের জন্য এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহার করলে আগামী ১ ডিসেম্বর থেকে নতুন নিয়ম মানতে হবে আপনাকেও। জানা গিয়েছে, ৪৮টি ক্রেডিট কার্ড ডিজিটাল গেমিং প্ল্যাটফর্ম কিংবা ব্যবসায়িক লেনদেনে আর রিওয়ার্ড পয়েন্ট অফার করবে না উপভোক্তাদের। পাশাপাশি, ১ ডিসেম্বর বিমান জ্বালানির দামেও পরিবর্তন দেখা যেতে পারে। এসব পরিবর্তনের সরাসরি প্রভাব দেখা যাবে বিমান যাত্রীদের ওপর।
ডিসেম্বর মাসে (December 1) অর্ধেকের বেশি দিন ব্যাঙ্ক ছুটি রয়েছে। আমরা যদি আরবিআই-এর প্রকাশিত ব্যাঙ্ক ছুটির তালিকা দেখি, বিভিন্ন রাজ্যের বিভিন্ন উৎসব এবং অনুষ্ঠানের ভিত্তিতে এই ব্যাঙ্ক ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে দ্বিতীয় এবং চতুর্থ শনিবারের পাশাপাশি রবিবারের সাপ্তাহিক ছুটি অন্তর্ভুক্ত রয়েছে। আপনি রিজার্ভ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে এই ব্যাঙ্ক ছুটির তালিকা দেখতে পারেন।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।