Kuwait: কুয়েত যাচ্ছেন প্রধানমন্ত্রী, এই সফরের গুরুত্ব জানেন?...
কুয়েত যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি।
মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার দু’দিনের সফরে কুয়েত যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। কুয়েতের (Kuwait) আমির শেখ মেশেল আল আহমেদ আল জবর আল সাবার আমন্ত্রণে কুয়েত যাচ্ছেন তিনি। ৪৩ বছর পরে এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী যাচ্ছেন কুয়েতে।
১৯৮১ সালে কুয়েত গিয়েছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তার পর এবার যাচ্ছেন মোদি। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে বিদেশমন্ত্রকের তরফে নিশ্চিত করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুয়েত সফরের বিষয়টি। শুক্রবার বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, মোদির সফর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি নয়া অধ্যায়ের সূচনা করবে। প্রধানমন্ত্রীর এই সফর দুই দেশের মধ্যে আরও গতিশীল অংশীদারিত্ব উন্নত করতে সহায়ক হবে। সফরের লক্ষ্য হল দুই দেশের মধ্যে আরও গতিশীল অংশীদারিত্বকে শক্তিশালী করা। বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, “আমরা প্রতিরক্ষা এবং বাণিজ্য-সহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক জোরদার করার দিকে নজর দিচ্ছি।”
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের পর তাঁকে বায়ান প্রাসাদে দেওয়া হবে আনুষ্ঠানিক গার্ড অব অনার। এর পরে কুয়েতের আমির ও কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে পৃথক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে একটি কমিউনিটি ইভেন্টে ভাষণ দেবেন। তিনি একটি শ্রম শিবিরও পরিদর্শন করবেন (PM Modi)। এখানে প্রবাসী ভারতীয় কর্মীরা বসবাস করেন। কুয়েতের আমিরের বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রী ২৬তম আরব গালফ কাপের উদ্বোধনী অনুষ্ঠানেও অংশ নেবেন।
আরও পড়ুন: বাংলাদেশে হিন্দুদের ওপর ২,২০০টি হিংসার ঘটনা ঘটেছে, জানাল বিদেশমন্ত্রক
সচিব অরুণ কুমার চট্টোপাধ্যায় বলেন, “ভারতের গালফ অঞ্চলের সঙ্গে সম্পর্কের মধ্যে একটি বড় পরিবর্তন এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী গালফ দেশগুলির সঙ্গে সম্পর্ক মজবুত ও গভীর করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।” কুয়েত ভারতীয়দের শীর্ষ বাণিজ্যিক অংশীদারদের মধ্যে একটি, ২০২৩-২৪ অর্থবর্ষে যার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ (Kuwait) দাঁড়িয়েছে ১০.৪৭ বিলিয়ন ডলার। এটি ভারতের ষষ্ঠ বৃহত্তম অপরিশোধিত তেল সরবরাহকারী দেশ হিসেবে স্থান পেয়েছে। দেশের মোট জ্বালানি চাহিদার ৩ শতাংশ পূর্ণ করে কুয়েত (PM Modi)।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।