National Mourning: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মরণে সাতদিন ধরে শোক পালনের নির্দেশ কেন্দ্রের...
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ফাইল ছবি।
মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh)। তাঁর প্রয়াণে সাত দিনের জাতীয় শোক (National Mourning) ঘোষণা করল কেন্দ্র। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্মসচিব জি পার্থসারথি দেশের সব মুখ্যসচিব ও অন্যান্য পদস্থ আমলাদের এই মর্মে চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, মনমোহনকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার থেকে ১ জানুয়ারি পর্যন্ত দেশে জাতীয় শোক চলবে। প্রসঙ্গত, জাতীয় শোক ঘোষণা হওয়ার অর্থ, এই সময় দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সরকারি স্তরেও কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হবে না।
শুক্রবার সকাল ১১টায় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসে। তার পরেই আনুষ্ঠানিকভাবে জাতীয় শোক ঘোষণা করা হতে পারে। সূত্রের খবর, আজ, শুক্রবার সমস্ত সরকারি কর্মসূচিও বাতিল করতে চলেছে কেন্দ্র। মনমোহনের প্রতি শ্রদ্ধা জানাতে সাত দিনের জন্য দলীয় সব কর্মসূচি বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। ইতিমধ্যেই সাত দিনের জন্য জাতীয় শোক ঘোষণা করেছে কর্নাটক সরকার। শুক্রবার ছুটি ঘোষণা করেছে কর্নাটক সরকার। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্যের সব জেলাশসককে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।
As a mark of respect for the departed former Prime Minister, Dr Manmohan Singh ji, all official programmes of the Indian National Congress, including the Foundation Day celebrations stand canceled for the next seven days.
— K C Venugopal (@kcvenugopalmp) December 26, 2024
This includes all the agitational and outreach programs.…
এদিকে, কংগ্রেসের তরফে জানানো হয়েছে, শনিবার মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হবে। বৃহস্পতিবার রাতে কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল জানান, শনিবার নয়াদিল্লিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হবে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ শুক্রবার তাঁর মতিলাল নেহরু মার্গের বাসভবনে থাকবে। এই সময় (National Mourning) সাধারণ মানুষও শেষ শ্রদ্ধা জানাতে পারবেন মনমোহনকে (Manmohan Singh)।
আরও পড়ুন: বাঙালি রাজা বিক্রমজিৎ ঘোষের অমিত বিক্রম গাথা জানেন?
এক্স হ্যান্ডেলে বেণুগোপাল লিখেছেন, “ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংজির প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ, ভারতীয় জাতীয় কংগ্রেসের সমস্ত সরকারি কর্মসূচি, যার মধ্যে প্রতিষ্ঠা দিবস উদযাপনও অন্তর্ভুক্ত, আগামী সাতদিনের জন্য বাতিল করা হয়েছে। এর মধ্যে সমস্ত প্রতিবাদ এবং জনসংযোগ কর্মসূচিও অন্তর্ভুক্ত। দলীয় কর্মসূচিগুলি ৩ জানুয়ারি, ২০২৫ থেকে পুনরায় শুরু হবে। শোকের এই সময়ে দলের পতাকা অর্ধনমিত রাখা হবে।”
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।