img

Follow us on

Tuesday, Dec 10, 2024

Indian Navy: ডুবোজাহাজ থেকে পরমাণু অস্ত্রবহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল নৌসেনা

Ballistic Missile: ডুবোজাহাজ থেকে ৩,৫০০ কিমি পাল্লার ‘কে-৪’ ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করল ভারত, কেন গুরুত্বপূর্ণ?

img

ডুবোজাহাজ থেকে ছোড়া পরমাণু অস্ত্রবহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ভারত। সংগৃহীত চিত্র

  2024-11-28 17:17:21

মাধ্যম নিউজ ডেস্ক: আকাশ ও স্থলপথে শত্রুকে শায়েস্তা করতে পরমাণু অস্ত্রবহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ছিল ভারতের হাতে। এবার ডুবোজাহাজ থেকেও ছোড়া যাবে পরমাণু অস্ত্রবহনে সক্ষম ক্ষেপণাস্ত্র। এদিন ডুবোজাহাজ থেকে ছোড়া পরমাণু অস্ত্রবহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের (SLBM) সফল পরীক্ষা করল ভারত। বুধবার পরমাণু বিদ্যুৎচালিত ডুবোজাহাজ ‘আইএনএস অরিঘাত’ থেকে এই ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা হয়েছে। এটি কঠিন জ্বালানি দ্বারা চালিত ‘কে-৪’ সিরিজের ক্ষেপণাস্ত্র বলে জানা গিয়েছে। 

‘কে-৪’ মিসাইলের সফল পরীক্ষা

প্রতিরক্ষামন্ত্র্রক সূত্রে খবর, সাড়ে ৩ হাজার কিমি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই আধুনিক ক্ষেপণাস্ত্রটি। এই ক্ষেপণাস্ত্রের পাল্লায় বেজিং সহ চিনের গুরুত্বপূর্ণ শহর চলে আসবে। সবচেয়ে বড় কথা, শত্রুর সীমার বাইরে থেকেই এই ক্ষেপণাস্ত্রকে নিক্ষেপ করতে পারবে ভারত। বুধবার সকালে বঙ্গোপসাগরে বিশাখাপত্তনম উপকূল থেকে এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা হয়। এই ধরনের পরীক্ষা এই নিয়ে দ্বিতীয়বার করল নৌসেনা। সংবাদসংস্থা সূত্রে খবর, একই ধরনের ক্ষেপণাস্ত্রের আরও কিছু পরীক্ষা চালাবে নৌসেনা। এখনই কোনও সরকারি ঘোষণা না করা হলেও সূত্রের খবর, ‘আইএনএস অরিঘাত’ থেকে কে-৪ মিসাইলের পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন হয়েছে। কে-৪ মিসাইলের পরীক্ষার জন্য গত কয়েক বছর ধরে শুধুমাত্র সাবমেরিনের পন্টুন ব্যবহার করা হয়েছিল। সূত্রের মতে, পরীক্ষা ফলাফল বিশদভাবে বিশ্লেষণ করা হবে এবং পরবর্তী বিশ্লেষণের পরে উচ্চ সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে বিস্তারিত জানানো হবে। এই পরীক্ষা সফল হলেই ভারতীয় সেনার মুকুটে যোগ হবে ‘আণবিক ত্রিশক্তি’র পালক। 

কে-৪ মিসাইলে সজ্জিত ‘আইএনএস অরিঘাত’

উল্লেখ্য, ভারতের কাছে এই মুহূর্তে পারমাণু শক্তিচালিত সাবমেরিন (SSBN) রয়েছে দুটি। তার একটি হল ‘আইএনএস অরিহন্ত’ এবং অন্যটি ‘আইএনএস অরিঘাত’। দুটি ডুবোজাহাজই পরমাণু অস্ত্রবহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে। তবে, ‘আইএনএস অরিহন্ত’ কেবলমাত্র ৭৫০ কিমি পাল্লার ‘কে-১৫’ সিরিজের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। সেই জায়গায় তার উত্তরসূরি ‘আইএনএস অরিঘাত’ ৩,৫০০ কিমি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম। 

সেনা সূত্রে খবর, আগামী বছরের মধ্যে একই ধরনের আরও একটি ডুবোজাহাজ তৈরি করে ফেলবে ভারতীয় সেনা। যার নাম ‘আইএনএস অরিধমান’। যার ওজন ৭,০০০ টন। ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) কে-৪ মিসাইলটি তৈরি করেছে যা দেশের নিউক্লিয়ার-পাওয়ারড সাবমেরিনগুলোকে সজ্জিত করবে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Indian Navy

Ballistic Missile

INS Arighaat


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর