International Business Centres: “ভারত আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশ”, বললেন কেন্দ্রীয় মন্ত্রী...
কেন্দ্রীয় মন্ত্রী মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সংগৃহীত চিত্র।
মাধ্যম নিউজ ডেস্ক: আগামী এক দশকের মধ্যে ভারতে অন্তত তিনটি আন্তর্জাতিক ব্যবসা কেন্দ্র (International Business Centres) গড়ে উঠবে। এমনটাই জানালেন কেন্দ্রীয় যোগাযোগ ও উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia)। সম্প্রতি, নয়াদিল্লিতে ‘ভারতের আরোহণ: বৈশ্বিক অনিশ্চয়তা’ থিমের উপর ৫১তম জাতীয় ব্যবস্থাপনার কনভেনশনে যোগ দিয়েছলেন তিনি। সেখানেই দেশের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে দ্রুত আর্থিক বৃদ্ধির উপর জোর দিয়ে মত প্রকাশ করেছেন।
১৫৯টি বিমানবন্দর নির্মাণ করতে পেরেছি (Jyotiraditya Scindia)
সিন্ধিয়া (Jyotiraditya Scindia) জোর দিয়ে বলেন, "আমি নিশ্চিত যে আগামী এক দশকে, ভারত একটি আন্তর্জাতিক হাব নয়, ভারতে অন্তত তিনটি আন্তর্জাতিক হাব তৈরি হতে দেখব। ভারত আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশ (International business cente)। আমরা প্রতিদিন হাইওয়ে নির্মাণের কিলোমিটারের সংখ্যা তিনগুণ বাড়িয়ে ১১ থেকে ৩৩ কিলোমিটার করেছি। আমার অতীতের প্রেক্ষিতে ২০১৪ সালে ভারতের ৭৪টি বিমানবন্দর ছিল। বর্তমানে সেখান ২০২৪ সালের শেষ গণনাতে ১৫৯টি বিমানবন্দর নির্মাণ করতে পেরেছি। আজ আমাদের দিল্লি, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্ষমতাসম্পন্ন বিমানবন্দরে উত্তীর্ণ করতে সক্ষম হয়েছে। আমাদের পূর্ব এবং পশ্চিমের প্রতিবেশী দেশগুলিকে এখন তাদের বিমান চলাচলের আন্তর্জাতিক রুটকে ভারত কেন্দ্রিক করার উপর জোর দিতে হবে।”
আরও পড়ুনঃ ভেঙে পড়া নৌসেনার সি-গার্ডিয়ান ড্রোন প্রতিস্থাপন করবে মার্কিন সংস্থা
১১৯ কোটি মোবাইল গ্রাহকে উন্নীত
সম্মেলনে ভাষণ দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়া (Jyotiraditya Scindia) আরও বলেন, “আয়ুষ্মান ভারত যোজনার অধীনে, আজ সাড়ে ২৮ কোটি লোকের বার্ষিক পাঁচ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা দেওয়া হয়েছে। আমাদের ১০ কোটি মা-বোনেদের উজ্জ্বলা যোজনার আওতায় আনা হয়েছে। উল্লেখ্য এসব দেশে গত ৭৫ বছরে ঘটেনি। এই সবই ভারতের অগ্রগতির গত এক দশকে সম্পন্ন হয়েছে। দেশের ব্রডব্যান্ড ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি থেকে ৯৪ কোটিতে পৌঁছে গিয়েছে। শুধুমাত্র গত এক দশকে ৩০ লাখ কিলোমিটার অপটিক্যাল ফাইবার স্থাপন করা হয়েছে। বর্তমানে আমরা ১১৯ কোটির মোবাইল গ্রাহক সংখ্যায় উন্নীত হয়েছি। ভারতে ডিজিটাল বিপ্লবও ব্যাপক ভাবে সফল হয়েছে। মোবাইল ইন্টারনেট সংযোগ ২৫ কোটি থেকে ৯৪ কোটিতে পৌঁছে গিয়েছে। প্রতি জিবি ডেটার খরচ আজ ২৮০ টাকা থেকে ১২.৮ টাকায় নেমে এসেছে, মোট খরচ প্রায় ৯৫ শতাংশ কমেছে।”
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।