img

Follow us on

Wednesday, Dec 11, 2024

Hypersonic missile: গতি শব্দের চেয়ে ৫ গুণ বেশি, হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা ভারতে

India: হাইপারসনিক মিসাইল! দেড় হাজার কিমি দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, অভিনন্দন জানালেন রাজনাথ

img

ওড়িশায় হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা (সংগৃহীত ছবি)

  2024-11-17 10:25:12

মাধ্যম নিউজ ডেস্ক: দূরপাল্লার হাইপারসনিক (Hypersonic missile) মিসাইল পরীক্ষা সফল হল ভারতে। এর ফলে দেশে সামরিক শক্তি অনেকটাই বেড়ে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাত্র কয়েকটি দেশের কাছেই এই মিসাইল রয়েছে। এবার সেই ক্লাবে জুড়ে গেল ভারতও। এ নিয়ে ডিআরডিওকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রসঙ্গত সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই মিসাইল যা আত্মনির্ভর ভারত কর্মসূচিরই সাফল্য বলে মনে করছেন অনেকে। ২০১৪ সালে ক্ষমতায় এসেই মেক ইন ইন্ডিয়া কর্মসূচিতে জোর দেন প্রধানমন্ত্রী। এবার মোদির নেতৃত্বে সুপারসনিক মিসাইলও (Hypersonic missile) তৈরি করে ফেলল ভারত।

দেড় হাজার কিমি দূরে লক্ষ্যমাত্রায় আঘাত হানতে সক্ষম (Hypersonic missile)

মিসাইলটি উৎক্ষেপণ করা হয়েছিল ওড়িশায় অবস্থিত ডক্টর এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে। জানা গিয়েছে, এই ক্ষেপণাস্ত্রটি দেড় হাজার কিলোমিটার রেঞ্জের বিভিন্ন পেলোড বহন করতে সক্ষম। এই সফল পরীক্ষার পরে ভারত উন্নত সামরিক দেশগুলির সারিতে চলে এসেছে বলেও মন্তব্য করেছেন রাজনাথ সিং।

বড় মাইলফলক ও ঐতিহাসিক মুহূর্ত বললেন রাজনাথ 

নিজের এক্স হ্যান্ডেলের পোস্টে প্রতিরক্ষা মন্ত্রী লেখেন, ‘‘ওড়িশা উপকূলে এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে দূরপাল্লার হাইপারসনিক (Hypersonic missile) ক্ষেপণাস্ত্রের ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি একটি বড় মাইলফলক ও এক ঐতিহাসিক মুহূর্ত।’’

অন্যদিকে ডিআরডিও তরফ থেকে জানানো হয়েছে এই মিসাইল শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে লক্ষ্যবস্তুর দিকে ছুটে যেতে পারে। প্রসঙ্গত, দুর্দান্ত গতির এমন মিসাইল (Hypersonic missile) বিশ্বের মাত্র কয়েকটি দেশের কাছেই রয়েছে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

rajnath singh

India

bangla news

madhyom news

news in bengali

hypersonic missile

hypersonic missile trial


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর