img

Follow us on

Thursday, Sep 19, 2024

Har Ghar Tiranga: 'হর ঘর তিরঙ্গা' অভিযান! আহমেদাবাদের রাস্তায় হাঁটলেন অমিত শাহ

Amit Shah: 'হর ঘর তিরঙ্গা' অভিযান যুবকদের মধ্যে দেশপ্রেম জাগাবে, মত অমিত শাহের

img

আহমেদাবাদের রাস্তায় অমিত শাহ (সংগৃহীত ছবি)

  2024-08-14 12:07:41

মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবারই আহমেদাবাদে হর ঘর তিরঙ্গা (Har Ghar Tiranga) অভিযানে সামিল হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এই কর্মসূচিতে আহমেদাবাদে ২,১৫১ ফুট লম্বা তিরঙ্গা সহযোগে পদযাত্রা হয়। তিরঙ্গা যাত্রায় সমাজের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। হর ঘর তিরঙ্গা অভিযান সম্পর্কে অমিত শাহ এর পরে সংবাদমাধ্যমকে বলেন, ‘‘দেশের যুবসমাজের মধ্যে জাতীয়তাবাদের চেতনাকে জাগিয়ে তোলার জন্যই এই কর্মসূচি নেওয়া হয়েছে। আমি সমস্ত গুজরাটবাসীকে অনুরোধ করছি যে ১৫ অগাস্ট রাজ্যের একটি বাড়িও যেন জাতীয় পতাকা ছাড়া না থাকে। আগামী ২৫ বছর আমাদের অমৃত কাল। এই সময় ভারতকে বিশ্বগুরু বানাতে যুব সমাজকে একত্রিত হতে হবে।’’

চাঁদেও উড়ছে তিরঙ্গা (Har Ghar Tiranga) 

মঙ্গলবার আহমেদাবাদে তিনি আরও বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের জাতীয় পতাকা বর্তমানে চাঁদে উড়ছে। এই কৃতিত্ব অন্য কোনও দেশ অর্জন করতে পারেনি। আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে জয়ী হয়েছি। করোনাকালে আমাদের কোভিড ভ্যাকসিন বিশ্বজুড়ে লড়াইতে নেতৃত্ব দিয়েছে।’’ প্রসঙ্গত, বুধবারও নিজের দিল্লির বাসভবনের ছাদে জাতীয় পতাকা উত্তোলন (Har Ghar Tiranga) করেন অমিত শাহ (Amit Shah)।

গত ৯ অগাস্ট থেকে শুরু হয়েছে কর্মসূচি

প্রসঙ্গত, হর ঘর তিরঙ্গা কর্মসূচি গত ৯ অগাস্ট থেকে শুরু হয়েছে, তা চলবে আগামীকাল অর্থাৎ ১৫ অগাস্ট পর্যন্ত। দেশজুড়ে এই অনুষ্ঠানে নাগরিকদের সামিল হতে আহ্বান জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এই প্রচার অভিযানে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীকেও। দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই কর্মসূচি পালন করা হচ্ছে। দলীয়ভাবে বিজেপিও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে।

রাজকোটে ১০ অগাস্ট হাজির ছিলেন নাড্ডা

গত ১০ অগাস্ট বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা গুজরাটের রাজকোটে তিরঙ্গা যাত্রার (Har Ghar Tiranga) উদ্বোধন করেন। সেই সময় তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘‘নতুনভাবে ভারত তৈরি হচ্ছে। দেশের স্বাধীনতা খুব সহজে আসেনি। হাজার হাজার সৈন্য এবং লক্ষাধিক পরিবার তাঁদের প্রিয়জনদের জীবন বিসর্জন দিয়েছেন, ব্যক্তি স্বার্থের ওপরেই দেশকে রেখেছেন তাঁরা।’’


 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

Amit Shah

bangla news

Bengali news

Har Ghar Tiranga

Ahmedabad


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর