img

Follow us on

Thursday, Mar 28, 2024

Hemkund Sahib: তুষারপাতের পর বরফের চাদরে ঢাকা হেমকুন্ড সাহিব ও কেদারনাথ, সৌন্দর্যে মুগ্ধ নেটিজেন

কেদারনাথ ও হেমকুন্ড সাহিব-এর পাশাপাশি তুষারপাত হয়েছে পিথোরাগড়েও। এর ফলে রবিবার নেপাল সীমান্তের কাছে প্রধান রাস্তাগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছিল।

img

Hemkund Sahib

  2022-10-10 13:40:20

মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরাখণ্ডের বিভিন্ন তীর্থস্থানগুলোতে একসঙ্গে তুষারপাত শুরু হয়েছে। সাদা বরফে ঢেকে রয়েছে বিখ্যাত তীর্থস্থানগুলো। আর সাদা বরফের চাদরে ঢাকা মন্দিরগুলোর সৌন্দর্য দেখে নেটিজেনরা মুগ্ধ। গাড়ওয়াল হিমালয়ের হেমকুন্ড সাহিব-এর (Hemkund Sahib) দৃশ্য যেমন সবাইকে মুগ্ধ করেছে, তেমনি অন্য জায়গায় তীর্থযাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কেদারনাথ, উত্তরাখণ্ডের পিথোরাগড়ে তুষারপাত হওয়ায় বিভিন্ন রাস্তা বন্ধ হয়ে রয়েছে। তুষারপাতের ফলে কোথায় কেমন পরিস্থিতি, জেনে নিন।

হেমকুন্ড সাহিব

উত্তর ভারতের হিমালয় পর্বতশৃঙ্গে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫,০০০ ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত হেমকুন্ড সাহিব (Hemkund Sahib)। এটি শিখদের তীর্থস্থান। প্রতি গ্রীষ্মে, সারা বিশ্ব থেকে হাজার হাজার ভক্ত সেখানে ভ্রমণ করে। গতকালই নতুন করে তুষারপাতের ফলে, পবিত্র স্থানটির তীর্থযাত্রা বন্ধ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে দেখা গিয়েছে, তুষার আবরণে আবৃত মন্দিরের একটি অপূর্ব দৃশ্য৷ ২২ মে এর দরজা খোলার পর থেকে প্রায় দুই লক্ষ ভক্ত পরিদর্শন করতে এসেছিলেন। গুরুদ্বারটি একটি হ্রদের পাশে অবস্থিত এবং বলা হয় ১০তম শিখ গুরু, গোবিন্দ সিং সেখানে ধ্যান করেছিলেন। এখানে ২ ফুটেরও বেশি তুষারপাত হওয়ায় হিমালয় অঞ্চলের উপত্যকা গ্রামে তীব্র শীত পড়েছে৷

কেদারনাথ

রুদ্রপ্রয়াগ এবং আশেপাশের এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় রবিবার কেদারনাথের শিখরে নতুন করে তুষারপাত হয়েছে। রিপোর্ট অনুযায়ী, রবিবার থেকে কেদারনাথ ধামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হচ্ছে। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) কেদারনাথে মাঝারি বৃষ্টি বা বজ্রঝড়ের সম্ভাবনা সহ মেঘলা আকাশের পূর্বাভাস দিয়েছে। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা -৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ০.৫ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। তবে এলাকায় আরও বৃষ্টিপাতের পূর্বাভাসের পাশাপাশি, আগামী দিনে পারদের মাত্রা আরও কমতে পারে বলে আশা করা হয়েছে। কিন্তু তাপমাত্রা কমলেও কেদারনাথ যাত্রায় মন্দিরের বাইরে ভক্তদের ভিড় বিন্দুমাত্র কমেনি। তাঁরা সব বাধা পেরিয়েই তাঁদের যাত্রা সম্পূর্ণ করছেন।

আরও পড়ুন: দ্রৌপদী কা ডান্ডা পর্বতে তুষারপাতের বিভীষিকা

পিথোরাগড়

কেদারনাথ ও হেমকুন্ড সাহিব-এর (Hemkund Sahib) পাশাপাশি ভারী তুষারপাত হয়েছে পিথোরাগড়েও। এছাড়া পিথোরাগড়ের ধারচুলা শহরের বেশ কয়েকটি এলাকাতেও ভারী তুষারপাত হয়েছে। এর ফলে রবিবার নেপাল সীমান্তের কাছে প্রধান রাস্তাগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছিল। জানা গিয়েছিল, সেখানে ২ ফুটের মত বরফ পড়েছিল। সশস্ত্র সীমা বল (এসএসবি) কর্মকর্তারা বলেছেন যে, ক্রমাগত তুষারপাতের পরে কিছু রাস্তা অবরুদ্ধ করা হয়েছে যার কারণে স্থানীয়রা এবং নিরাপত্তা কর্মীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তারা জানান, মাল্লা ঘাটের কাছে লিপুলেখ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। পিথোরাগড় জেলা ম্যাজিস্ট্রেট আশিস চৌহান বলেছেন, তারা ক্রমাগত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

প্রসঙ্গত, গত এক সপ্তাহ ধরে রাজ্যের উচ্চতর অঞ্চলে মাঝে মাঝে তুষারপাত হচ্ছে। ১৭,৫০০ ফুট উচ্চতায় দারমা উপত্যকায়, চীন সীমান্তের কাছে শেষ ফাঁড়ি-তে চার ফুটেরও বেশি তুষারপাত হয়েছে। এই চরম পরিস্থিতিতে নিরাপত্তা কর্মীদের এলাকায় বিশেষ নজর রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

Tags:

Kedarnath

Heavy Snowfall

Hemkund Sahib

Hemkund Sahib Snowfall

Kedarnath Sonwfall

Pithoragarh Snowfall


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর