img

Follow us on

Tuesday, Dec 10, 2024

Devendra Fadnavis: মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম শীঘ্রই ঘোষণা করা হবে, জানিয়ে দিলেন ফড়ণবীশ

Maharashtra: মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী স্থির করতে বৈঠক দিল্লিতে

img

মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম শীঘ্রই আসছে প্রকাশ্যে। ফাইল ছবি

  2024-11-27 20:10:11

মাধ্যম নিউজ ডেস্ক: মহারাষ্ট্রের (Maharashtra) পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম শীঘ্রই ঘোষণা করা হবে। বুধবার দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলতে গিয়ে এমনটাই জানালেন বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ (Devendra Fadnavis)। ইতিমধ্যেই তিনি দিল্লিতে পৌঁছেছেন। সেখানেই বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে রাজ্যের মুখ্যমন্ত্রী পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

পরবর্তী মুখ্যমন্ত্রী কে?

মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ফলাফল আসার পর থেকেই নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। একনাথ শিন্ডে, দেবেন্দ্র ফড়ণবীশ (Devendra Fadnavis) বা অজিত পাওয়ার, তিনজনেরই সমর্থকরা তাঁদের নেতাকে মুখ্যমন্ত্রী দেখতে চাইছেন। এই আবহে মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে অচলাবস্থা ভাঙতে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকের জন্য তিনটি দলের নেতাদের দিল্লিতে তলব করা হয়। বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি জোট ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ২৩০টি আসন জিতেছে। তবে, পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে ভোটের ফল বেরনোর পর থেকেই জারি রয়েছে অনিশ্চয়তা।

কী বললেন ফড়ণবীশ?

বিজেপি সূত্রে খবর, দলের শীর্ষ নেতৃত্ব এবং আরএসএস দেবেন্দ্র ফড়ণবীশকেই (Devendra Fadnavis) মুখ্যমন্ত্রী পদে চাইছে। সোমবার গভীর রাত পর্যন্ত ফড়ণবীশের সঙ্গে বৈঠক করেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। শিন্ডেকে মুখ্যমন্ত্রী করা না-হলে জোটে কী প্রভাব পড়তে পারে, তাই নিয়েও নাকি আলোচনা হয়। জোটের তৃতীয় বৃহত্তম শরিক অজিত পওয়ারের এনসিপি আগেই ফড়ণবীশকে মুখ্যমন্ত্রী হলে সমর্থন দেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছে। ফলে পাল্লা ভারী ফড়ণবীশের। এদিন মুখ্যমন্ত্রী বিষয়ে প্রশ্ন করা হলে, ফড়ণবীশ বলেন, "এ বিষয়ে উত্তর শীঘ্রই দেওয়া হবে। মহাযুতির (বিজেপি, শিবসেনা, এনসিপি) তিনটি দলের শীর্ষ সদস্যরা একসাথে সিদ্ধান্ত নিচ্ছেন।" তিনি আরও বলেন, "প্রথমে মুখ্যমন্ত্রী নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে, তারপর অন্যান্য মন্ত্রীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।" এছাড়া ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে বিরোধীদের আন্দোলন সম্পর্কে ফড়ণবীশ বলেন, "সুপ্রিম কোর্ট ইতিমধ্যে এই প্রশ্নের উত্তর দিয়েছে। ইভিএম সিস্টেম চলতে থাকবে।" বিরোধীদের ভুল প্রচার বন্ধ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: ‘‘ভারতের প্রাণশক্তি অন্যকে সাহায্য করার প্রেরণা দেয়’’, মূল্যবোধের কথা বললেন ভাগবত

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কথাই চূড়ান্ত

প্রসঙ্গত, এর আগে বুধবার সাংবাদিক বৈঠকে একনাথ শিন্ডে বলেন, "আমি প্রধানমন্ত্রী মোদিকে বলেছি যে মহারাষ্ট্রে সরকার গঠনের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় আমাকে বাধা মনে করবেন না। বিজেপির হাইকমান্ড সরকার গঠনের বিষয়ে যে সিদ্ধান্ত নেবে শিবসেনা সমর্থন করবে।" শিবসেনা (ইউবিটি) নেতা দীপক কেসারকারও বলেছেন, "এই বিষয়গুলো নিয়ে শীঘ্রই দিল্লিতে আমাদের সিনিয়র নেতারা সিদ্ধান্ত নেবেন। আমাদের পক্ষে কিছু বলা উচিত নয়। আমাদের কাছে সবাই নেতা—একনাথ শিন্ডে, দেবেন্দ্র ফড়ণবীশ এবং অজিত পাওয়ারও আমাদের নেতা।" তিনি আরও বলেন, "একনাথ শিন্ডে এবং দেবেন্দ্র ফড়ণবীশের সম্পর্ক ভালো, এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে।"

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Devendra Fadnavis

Maharashtra Assembly Election

Maharashtra CM

Maharashtra Deputy CM

Maharashtra Deputy CM Devendra Fadnavis


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর