img

Follow us on

Wednesday, Dec 11, 2024

Delhi Pollution: প্রবল দূষণে নাজেহাল দিল্লি, জারি ৫ দফা নির্দেশ, প্রাথমিক স্কুল চলবে অনলাইনে

Online Class: ব্যাপক দূষণে দিল্লির জনজীবন বিপন্ন, দৃশ্যমানতা কমে ৫০০ থেকে ৬০০ মিটারে দাঁড়িয়েছে

img

দিল্লিতে বায়ু দূষণ। সংগৃহীত চিত্র।

  2024-11-15 13:28:04

মাধ্যম নিউজ ডেস্ক: প্রবল দূষণে (Delhi Pollution) নাজেহাল দিল্লি। যার জেরে জারি করা হয়েছে ৫ দফা নির্দেশ। প্রাথমিক স্কুলগুলিকে বলা হয়েছে অনলাইন মাধ্যেম ক্লাস চালাতে। বৃহস্পতিবার সকালে দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই বলেছেন, ‘‘এখনই নতুন করে কড়াকড়ি জারি হবে না। তবে বিকেল থেকে জানানো হয়েছে দূষণ মোকাবিলায় শুক্রবার থেকে জারি হবে বেশ কিছু বিধিনিষেধ। বেশিরভাগ জায়গায় দৃশ্যমানতা কমে ৫০০ থেকে ৬০০ মিটারে দাঁড়িয়েছে।’’

তৃতীয় স্তরের সতর্কতা জারি (Delhi Pollution)

দিল্লির বাতাসের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) বা গুণগত মানের সূচক ৪০০ পেরিয়ে গিয়েছে। দূষণ (Delhi Pollution) মোকাবিলায় শুক্রবার থেকে আরও কড়াকড়ি করা হচ্ছে দেশের রাজধানী। দিল্লিতে বাতাসের গুণমান অত্যন্ত অবনতি হওয়ায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দূষণ মোকাবিলায় শুক্রবার সকাল ৮টা থেকেই কার্যকর হতে চলেছে তৃতীয় স্তরের সতর্কতা (পরিভাষায়, গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৩ বা জিআরএপি ৩)। এখন প্রয়োজন নয়, এমন নির্মাণ বা ভাঙার কাজ বন্ধ রাখার কথা বলা হয়েছে। অপর দিকে বাসের সংখ্যাও কমানোর কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা বলেন, “পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত শুক্রবার থেকে দিল্লির সব প্রাথমিক স্কুলে অনলাইন পঠনপাঠন চলবে।”

বেশি পরিমাণে জল ছেটানোর ব্যবস্থা করা হবে

ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে একাধিক ব্যবস্থা এবং সতর্কতা। একই সঙ্গে কড়াকড়ি জারি করা হয়েছে। জাতীয় নিরাপত্তা, স্বাস্থ্য ব্যবস্থা এবং কিছু সরকারি পরিকাঠামো সংক্রান্ত নির্মাণ কাজকে এই কাজের বাইরে রাখা হয়েছে। বিএস ৩-এর নিচে থাকা পেট্রল গাড়ি এবং বিএস ৪-এর নিচে থাকা ডিজেল গাড়ি চলাচল করতে পারবে না দিল্লির রাস্তায়। এই নির্দেশ কার্যকর থাকবে উত্তরপ্রদেশ, গুরুগাম, গাজিয়াবাদ এবং নয়ডায়। নিয়ন্ত্রণ করা হবে বাস চলাচলও। আন্তঃরাজ্য পরিবহণে বৈদ্যুতিক সিনএনজি এবং ডিজেল চালিত বিএস ৬ বাস ছাড়া অন্য কোনও বাস চলাচল করবে না। একমাত্র অত্যাবশ্যকীয় প্রয়োজনের ক্ষেত্রেই ডিজেল চালিত জেনারেটার ব্যবহার করা যাবে। জিআরএপি ৩ কার্যকর থাকাকালীন রাস্তায় ধুলো (Delhi Pollution) নিয়ন্ত্রণে রাখতে আরও বেশি পরিমাণে জল ছেটানোর ব্যবস্থা করা হবে।

বাতাসের গুণগত মানের সূচকের মান ৪২৮

দিল্লি-সহ আশপাশের এলাকায় দূষণের (Delhi Pollution) মাত্রা বিরাট আকার নিয়েছে। বৃহস্পতিবার আগ্রায় বিরাট ধোঁয়াশা এতটাই ছিল যে তাজমহলের প্রবেশদ্বার থেকে সৌধ দেখা যাচ্ছিল না। দিল্লিতেও ছিল ঘন চাঁদর। বৃহস্পতিবার সকালে দিল্লিতে বাতাসের গুণগত মানের সূচক পৌঁছে গিয়েছিল ৪২৮-এ। বাতাসের মান বিষয়ক কমিশন (সিএকিউএম) জানিয়েছে দিয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে জিআরপি ৩ কার্যকর হয়ে যাবে। দেখা গিয়েছে প্রতি ৭ থেকে ১০টি পরিবারের মধ্যে কমপক্ষে ১ জন দূষণের শিকার হচ্ছেন। অসুস্থাতার জন্য গলা ব্যথা বা কাশি, চোখে জ্বালাপোড়া ভাব, নাক দিয়ে জল পড়া-সহ একাধিক উপসর্গ দেখা যাচ্ছে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

 

Madhyom

bangla news

Bengali news

Delhi Pollution

news in bengali

Online Class


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর