All India DGP-IGP Conference: ডিজি-আইজি সম্মেলনের সূচনা, জিরো টলারেন্স কৌশল বাস্তবায়নের কথা বললেন শাহ
ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এবং ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের ৫৯তম সর্বভারতীয় সম্মেলনের মঞ্চে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: ট্যুইটার
মাধ্যম নিউজ ডেস্ক: তিনটি নতুন অপরাধ আইন দেশের অপরাধ বিচার ব্যবস্থাকে শাস্তিমূলক থেকে ন্যায়বিচারমুখী করে তুলেছে। ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এবং ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের ৫৯তম সর্বভারতীয় সম্মেলনের (All India DGP-IGP Conference) উদ্বোধন করে এমনই মত ব্যক্ত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুক্রবার ভুবনেশ্বরে এই সম্মেলনের সূচনা করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্মেলনের দ্বিতীয় এবং তৃতীয় দিন সভাপতিত্ব করবেন।
হাইব্রিড ফরম্যাটে অনুষ্ঠিত এই সম্মেলনে (All India DGP-IGP Conference) সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ডিজিপি, আইজিপিরা উপস্থিত রয়েছেন। এছাড়াও দেশের বিভিন্ন অংশ থেকে বিভিন্ন র্যাঙ্কের কর্মকর্তারা ভার্চুয়ালি অংশ নিচ্ছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও আলোচনায় অংশ নেন। উদ্বোধনী ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের জন্য ‘পুলিশ মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস’ প্রদান করেন। ‘পুলিশ স্টেশন র্যাঙ্কিং ২০২৪’ শীর্ষক একটি বইও প্রকাশ করেন তিনি। দেশের তিনটি সেরা পুলিশ স্টেশনের হাতে ট্রফি তুলে দেন শাহ (Amit Shah)।
Under the leadership of PM Shri @narendramodi Ji, Bharat is building its police force as an apparatus capable of both securing the nation against new-age challenges and addressing the root causes of crime and terrorism. The DGP/IGP Conference serves as a knowledge-sharing… pic.twitter.com/0Obdm0ONAz
— Amit Shah (@AmitShah) November 29, 2024
অমিত শাহ (Amit Shah) তাঁর ভাষণে পুলিশ নেতৃত্বকে ২০২৪ সালের সাধারণ নির্বাচনের সুষ্ঠু পরিচালনা এবং নতুন তিনটি অপরাধ আইন কার্যকর করার জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, ‘‘জম্মু-কাশ্মীর, উত্তর-পূর্বের রাজ্যগুলিতে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি নিয়ে তিনি সন্তুষ্ট। মাও দমনেও সদর্থক ভূমিকা নিয়েছে পুলিশ।’’ স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘‘তিনটি নতুন অপরাধ আইন ভারতের অপরাধ বিচার ব্যবস্থাকে শাস্তিমূলক থেকে ন্যায়বিচারমুখী করে তুলেছে, যার মূল ভাবনা ভারতীয় ঐতিহ্যে গভীরভাবে প্রোথিত।’’
আরও পড়ুন: পান্নুনের হুমকিকে উপেক্ষা করে আজ ভুবনেশ্বরে শুরু ডিজি-আইজিদের সম্মেলন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারত’ এর স্বপ্ন পূরণ করার কথাও বলেন শাহ (Amit Shah)। ২০৪৭-এর মধ্যে ভারতকে আবার জগৎসভার শ্রেষ্ঠ আসনে উন্নীত করার শপথ নিতে বলেন। ২০২৭ সালের মধ্যে দেশের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার লক্ষ্য বাস্তবায়নে নিরাপত্তা স্থাপনাগুলির ভূমিকা উল্লেখ করেন। অমিত শাহ নতুন নিরাপত্তা চ্যালেঞ্জগুলি যেমন পূর্ব সীমান্ত, অভিবাসন এবং শহুরে পুলিশিংয়ে মনোযোগ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘‘জিরো টলারেন্স কৌশল বাস্তবায়ন করতে হবে।’’
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।