img

Follow us on

Tuesday, Dec 10, 2024

ABVP: দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ ছাত্র সংসদের ১৪৮টি পদে জয় এবিভিপির

Delhi Universitys college: এবিভিপির বিরাট জয় দিল্লি বিশ্ববিদ্যালয়ের কলেজগুলিতে, পরবর্তী লক্ষ্য ডুসু ছাত্র সংসদ নির্বাচন...

img

দিল্লি বিশ্ববিদ্যালয়ের কলেজগুলিতে জয় এবিভিপির। সংগৃহীত চিত্র।

  2024-11-25 14:23:55

মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি বিশ্ববিদ্যালয়ের কলেজ (Delhi Universitys college) ছাত্র সংসদে বিজয়ী হয়েছে এবিভিপি (ABVP)। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই কলেজের ছাত্র সংসদ নির্বাচনে বিভিন্ন ক্যাম্পাসে ১৪৮টি পদে জয়ী হয়েছে। এখন এবিভিপির প্রধান লক্ষ্য হল আসন্ন ডুসু নির্বাচন। ছাত্র সংসদের এই নির্বাচন নিয়ে ব্যাপক ভাবে আশাবাদী এই ছাত্র সংগঠন। ইতিমধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে। 

২৭ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল (ABVP)

বিদ্যার্থী পরিষদ দাবি করে থাকে বিশ্বের সর্ব বৃহৎ ছাত্র সংগঠন এবিভিপি। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজের ছাত্র সংসদ নির্বাচন আগেই সম্পন্ন হয়েছিল। গত ২৭ সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু প্রায় ২ মাস পর এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। কিরোরি মাল কলেজ (Delhi Universitys college), শ্রীঅরবিন্দ কলেজ, দীনদয়াল উপাধ্যায় কলেজ, স্বামী শ্রদ্ধানন্দ কলেজ, বিবেকানন্দ কলেজ, রামানুজন কলেজ, পিজিডিএভি কলেজ, হংসরাজ কলেজ, বিআর আম্বেদকর কলেজ এবং শহিদ রাজগুরু বিজ্ঞান কলেজ-সহ বেশ কিছু কলেজে এবিভিপি উল্লেখযোগ্যভাবে জয়ী হয়েছে। ছাত্র সংগঠনের কর্মকর্তারা জানিয়েছেন, এই জয় আমাদের দিল্লি বিশ্ববিদ্যালয়ের ডুসু নির্বাচনের জয়কে আরও সুনিশ্চিত করবে।

আরও পড়ুনঃ যোগীরাজ্যে ৬৫ শতাংশ মুসলিম অধ্যুষিত আসনে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপির হিন্দু প্রার্থী

প্রভাবিত করবে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে

দিল্লি রাজ্যের এবিভিপি (ABVP) সম্পাদক হর্ষ আত্রি এবিভিপির সাফল্য নিয়ে অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, “এটা সম্পূর্ণ ভাবে সংগঠনের সাফল্য এবং ছাত্র-ছাত্রীদের কৃতিত্ব। ধারবাহিক কাজের ফলে আমদের এই সাফল্য এসেছে। দেশের সুরক্ষা এবং সামাজিক চাহিদাকে ছাত্র সমাজের কাছে নিয়ে যেতে সক্ষম হয়েছি আমরা। আমরা দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি পড়ুয়াদের জন্য দায়বদ্ধ। এবিভিপি জাতীয় শিক্ষা নীতির দ্রুত বাস্তবায়ন চায়। সেই সঙ্গে প্রত্যেক ক্যাম্পাসকে শিক্ষার অনুকূল পরিবেশ নির্মাণে সবসময় কাজ করে চলেছে। আমাদের এই সাফল্য দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে ব্যাপক ভাবে প্রভাবিত করবে।”   

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

student

news in bengali

Delhi Universitys college


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর