কেমন যাবে আজকের দিনটি (বৃহস্পতিবার, ০৭/০৯/২০২৩)
প্রতীকী ছবি
চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য--কেমন কাটবে দিন?
মেষ
১) শ্বশুরবাড়ির তরফে ধন লাভ সম্ভব।
২) আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো।
বৃষ
১) পুরনো সমস্যা দূর হবে।
২) চাকরিজীবীরা স্থান পরিবর্তনের পরিকল্পনা করে থাকলে সময় ভালো।
মিথুন
১) চাকরিতে দায়িত্বপূর্ণ কাজ পেতে পারেন। সন্ধ্যা পর্যন্ত তা পুরো করবেন।
২) অবিবাহিতরা বিয়ের ভালো প্রস্তাব পাবেন।
কর্কট
১) ব্যবসায় কোনও বন্ধুর সাহায্যে নতুন পরিকল্পনা তৈরি করে এগোতে পারবেন।
২) মা-বাবার আশীর্বাদে যে কাজ করবেন, তাতে সফল হবেন।
সিংহ
১) হঠাৎই প্রচুর অর্থ লাভ করতে পারেন।
২) শ্বশুরবাড়ির কোনও সদস্যের সঙ্গে সাক্ষাৎ হবে। বাণীতে মাধুর্য বজায় রাখুন। না-হলে সম্পর্কে বিভেদ দেখা দিতে পারে।
কন্যা
১) সন্তানের তরফে সুসংবাদ পাবেন। এর ফলে মান-সম্মান বাড়বে।
২) জীবনসঙ্গীর পরামর্শে বাচ্চাদের জন্য লগ্নি করে রাখবেন।
তুলা
১) চাকরিজীবীরা পার্টটাইমের কথা চিন্তাভাবনা করলে সময় বের করতে পারবেন।
২) চাকরিতে বিবাদ এড়িয়ে যান। তা না-হলে লোকসান হতে পারে।
বৃশ্চিক
১) বাবার শারীরিক সমস্যা বাড়তে পারে।
২) সন্ধ্যা নাগাদ আত্মীয়ের কাছ থেকে কোনও খবর পেতে পারেন। ভবিষ্যতে এর দ্বারা লাভ হবে।
ধনু
১) ভালোভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন।
২) জীবনসঙ্গীর সঙ্গে তর্ক হতে পারে। সন্ধ্যা নাগাদ বিবাদ মিটবে।
মকর
১) শত্রুদের থেকে দূরে থাকুন। তাঁরা আপনার কাজ নষ্ট করার চেষ্টা করবেন।
২) দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণের জন্য অর্থ ব্যয় করবেন।
কুম্ভ
১) ব্যস্ততার কারণে পরিবারের সদস্যদের জন্য সময় বের করতে পারবেন না। এর ফলে মা রেগে যাবেন।
২) সন্ধ্যাবেলা ছোট বাচ্চাদের সঙ্গে আনন্দ করবেন।
মীন
১) সন্ধ্যাবেলা বন্ধু ও আত্মীয়ের সঙ্গে সময় কাটাবেন।
২) পরিবারের সদস্যদের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন।
DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।