img

Follow us on

Tuesday, Apr 23, 2024

Adeno Virus: অ্যাডিনো-আতঙ্কে রাজ্যের সব সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টার ARI ওয়ার্ড চালু

চিকিৎসার সুবিধার্থে হেল্পলাইন নম্বর 1800-313444-222 চালু করা হল...

img

অ্যাডিনো ভাইরাসের দাপট শহর জুড়ে।

  2023-03-02 08:55:21

মাধ্যম নিউজ ডেস্ক: বাচ্চাদের মধ্যে করোনা ভাইরাস (Coronavirus) সেভাবে দাগ কাটতে না পারলেও অ্যাডিনো ভাইরাসে (Adenovirus) জেরবার শিশুর পরিবার। নতুন এই ভাইরাসের থাবার একাধিক শিশুর মৃত্যু উদ্বেগ বাড়িয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে ১০ দফা নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে ২৪ ঘণ্টার ক্লিনিক চালু করতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আক্রান্ত কোনও শিশুকে রেফার করা যাবে না। 

অ্যাডিনো-আতঙ্কে নয়া নির্দেশিকা

১. প্রতিটি মেডিক্যাল কলেজ, জেলা হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল, সাব ডিভিশনাল হাসপাতাল এবং স্টেট জেনারেল হাসপাতালে শিশুদের জন্য অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন ওয়ার্ড (ARI Ward) চালু করতে হবে। ২৪ ঘণ্টাই এই ARI ওয়ার্ড চালু রাখতে হবে।

২. OPD-তে যাতে কোনওভাবেই ভিড় না জমে তার জন্য পৃথকভাবে ARI ওয়ার্ড রাখতে হবে প্রতিটি হাসপাতালে। এ ছাড়াও প্রতিটি হাসপাতালে জরুরি ভিত্তিতে শিশুরোগ বিশেষজ্ঞ থাকবেন ২৪ ঘণ্টা। হাসপাতালের সুপারকে না জানিয়ে শ্বাসকষ্টের সমস্যা থাকা কোনও শিশুকে অন্যত্র রেফার করা যাবে না।

৩. জরুরি পরিস্থিতির কথা মাথায় রেখে ভেন্টিলেশন-সহ আইসিইউ, সিসিইউ তৈরি রাখতে হবে।

৪. চিকিৎসা পেতে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য সংশ্লিষ্ট পিজিটি চিকিৎসক এবং সিনিয়র রেসিডেন্ট দায়িত্বে থাকবেন।

৫. চিকিৎসার সুবিধার্থে হেল্পলাইন নম্বর 1800-313444-222 চালু করা হল।

আরও পড়ুন: ঘরোয়া উপায়ে নিয়ন্ত্রণে রাখুন উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরল

৬. চিকিৎসা ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য চিকিৎসক ও নার্সদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হবে।

৭. আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের দিয়ে সাধারণের মধ্যে অ্যাডিনো ভাইরাস নিয়ে সচেতনতা বৃদ্ধির অভিযান চালাতে হবে।

৮. রাজ্যের প্রতিটি স্তরের হাসপাতালগুলি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নিয়মিত স্যানিটাইজেশন করতে হবে।

৯. ভিড়ভাট্টা, জমায়েত থেকে শিশুদের আইসোলেট করে থাকতে হবে। মাস্কের ব্যবহার বাধ্যতামূলক।

১০. শিশুদের জন্য হাসপাতালে তৈরি ARI ইউনিটে বিশেষ ট্রেনিংপ্রাপ্তদেরই থাকার নির্দেশ ডা. বিসি রায় পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ পেডিয়াট্রিক সায়েন্সেস, ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল, বাঁকুড়া সম্মেলনী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালগুলিতে এই ARI অসুখের ক্ষেত্রে মেন্টর হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Health Department

Adenovirus

Guidelines


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর